জেলাশাসকের তদারকিতে রাস্তা ও সেতু মেরামত

পাশাপাশি হাসিমারাতে ভোলা নালার আবর্জনা পরিষ্কারের কাজও শুরু হয়েছে। প্রশাসনের তৎপরতায় দ্রুত ছন্দে ফিরছে এলাকাগুলি।

Must read

সংবাদদাতা, আলিপুরদুয়ার : একটানা বৃষ্টিতে বিপর্যস্ত আলিপুরদুয়ারের বিভিন্ন এলাকা। ক্ষতিগ্রস্ত রাস্তাঘাট, নদীবাঁধ দ্রুত মেরামতির নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃষ্টি সামান্য কমতেই তাঁর নির্দেশমতো শুরু হয়ে গিয়েছে কাজ। আলিপুরদুয়ারের জেলাশাসক সুরেন্দ্রকুমার মিনা দাঁড়িয়ে থেকে সাঁকো মেরামতির কাজ করালেন। তিনি বলেন, যে সমস্ত জায়গা জল ঢুকে ক্ষতিগ্রস্ত হয়েছিল সেইসব জায়গা আমরা মেরামতির কাজ শুরু করেছি, যাতে মানুষের অসুবিধা না হয়।

আরও পড়ুন-লক্ষ্মীর ভাণ্ডারের ফুলে রোজগার

উল্লেখ্য, পাহাড়ি নদীর স্রোতে বিভিন্ন এলাকায় ছোট সাঁকো, বিকল্প পথ ক্ষতিগ্রস্ত হয়েছে। ভেঙে গিয়েছে রাস্তা। ভুটান সীমান্ত এলাকায় অবস্থা খুবই খারাপ। তবে দ্রুত ব্যবস্থা নিয়েছে প্রশাসন। বাঁধ, রাস্তা সারাইয়ের কাজ চলছে। হাসিমারায় নদীগর্ভে তলিয়ে যায় ১১টি বাড়ি। ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যান প্রশাসনিক কর্তারা। উদ্ধারে নামেন তৃণমূল কংগ্রেসের কর্মীরা। অসুস্থ এক ব্যক্তিকে উদ্ধার করেন তাঁরা। বৃষ্টি কমতেই অস্থায়ী গার্ডওয়াল তৈরির কাজ শুরু হয়েছে এলাকায়। পাশাপাশি হাসিমারাতে ভোলা নালার আবর্জনা পরিষ্কারের কাজও শুরু হয়েছে। প্রশাসনের তৎপরতায় দ্রুত ছন্দে ফিরছে এলাকাগুলি।

Latest article