ফুটব্রিজ ফিরিয়ে দিক রেল

বিক্ষোভকারীদের দাবি, বারাসত প্ল্যাটফর্মের উপর দিয়ে থাকা এই ফুটব্রিজটিই পূর্ব ও পশ্চিমপারের মানুষদের যাতাযাতের একমাত্র পথ।

Must read

সংবাদদাতা, বারাসত : দীর্ঘদিনের ফুটব্রিজ সম্প্রতি বন্ধ করে দিয়েছে রেল কর্তৃপক্ষ। ফলে পারাপারের সমস্যা হয়েছে উত্তর ২৪ পরগনার জেলা সদরের মানুষ। এই সমস্যার সমাধানে মঙ্গলবার বিক্ষোভ দেখালেন বারাসতবাসীরা। এদিন দুপুরে বারাসত পুরসভার ১০ নম্বর ওয়ার্ডের পুরপিতা দেবব্রত পালের নেতৃত্বে বিক্ষোভটি সংগঠিত হয়।

আরও পড়ুন-প্রশিক্ষণ দিয়ে স্বনির্ভর ১০ হাজার

বিক্ষোভকারীদের দাবি, বারাসত প্ল্যাটফর্মের উপর দিয়ে থাকা এই ফুটব্রিজটিই পূর্ব ও পশ্চিমপারের মানুষদের যাতাযাতের একমাত্র পথ। দীর্ঘ প্রায় ৫০ বছরের এই ব্রিজটি তাঁদের চলাচলের একমাত্র পথ। আগে রেলের কড়াকড়ি কম থাকায় ব্রিজটির তত প্রয়োজনীয়তা ছিল না। বর্তমানে বারাসত প্ল্যাটফর্ম রেলিং দিয়ে ঘিরে দিয়ে কড়াকড়ি করায় ব্রিজটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে দুই পারের যাত্রীদের। সেই ব্রিজটি আচমকা বন্ধ করে দেওয়ায় বারাসতের দুই পার প্রায় বিচ্ছিন্ন হয়ে পড়েছে। প্রায় দেড়- দুই কিলোমিটার ঘুরে তাঁদের যাতায়াত করতে হচ্ছে। ফলে তাঁরা সমস্যায় পড়ছেন।

Latest article