শনিবার পাঞ্জাবের (Punjab) ভাটিন্ডায় (Bhatinda) একটি মর্মান্তিক এবং অত্যন্ত দুঃখজনক ঘটনা ঘটেছে। একজন দোকানের মালিক দুই অজ্ঞাতপরিচয় আততায়ীর দ্বারা প্রকাশ্য দিবালোকে গুলিবিদ্ধ হন। পাশের একটি সিসিটিভি ক্যামেরায় গোটা হত্যাকাণ্ড ধরা পড়েছে। জানা গিয়েছে, হরজিন্দর সিং জোহাল ভাটিন্ডা মল রোড অ্যাসোসিয়েশনের সভাপতির পদে অধিষ্ঠিত ছিলেন।
আরও পড়ুন-বেগুসরাইয়ে ‘বিস্কুট ও চিপস’ চুরির সন্দেহে ৪ জন নাবালককে মারধর
সিসিটিভি ফুটেজে ঘটনার একটি ভয়াবহ ছবি ধরা পড়েছে। দেখা গিয়েছে জোহাল তার দোকানের বাইরে বসে মোবাইল ফোনে মগ্ন আর ঠিক তখন একটি মোটরসাইকেলে থাকা দুই ব্যক্তি তাঁর কাছে আসে। হঠাৎ করেই তারা তাঁর ওপর গুলি চালায়। ভয়ঙ্কর এই ভিডিওতে দেখা গিয়েছে, গুলি চালানোর পরে জোহাল প্রাথমিকভাবে অল্প সময়ের জন্য সচেতন ছিলেন, কিন্তু শেষ পর্যন্ত তিনি যে চেয়ারে বসেছিলেন সেই চেয়ার ভেঙে গিয়ে তিনি পড়ে যান ও মারা যান।
আরও পড়ুন-পথ দুর্ঘটনায় রাজস্থানে একই পরিবারের ৭ জনের মৃত্যু
আততায়ীরা মোট ৫ থেকে ৬ টি গুলি ছুড়েছে যার ফলে জোহালের শরীরের বিভিন্ন অংশে গুলি লেগেছিল বলে পুলিশ সূত্রে খবর। গুলির শব্দ আশেপাশের প্রত্যক্ষদর্শীদের দৃষ্টি আকর্ষণ করে। মুহূর্তের মধ্যে এলাকায় বিশৃঙ্খলার সৃষ্টি হয়। এই সুযোগটি কাজে লাগিয়ে, অপরাধীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ভিডিও ফুটেজে স্পষ্ট যে হুডি দিয়ে মুখ ঢেকে তারা পালিয়ে যায়। ঘটনার পর জোহালকে দ্রুত সিভিল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তার আঘাতের পরিমান অনেকটা বেশি হওয়ার কারণে, তাকে উন্নতমানের চিকিৎসার জন্য ম্যাক্স হাসপাতালে রেফার করা হয়েছিল কিন্তু তাকে বাঁচানো সম্ভব হয়নি।
আরও পড়ুন-গাজায় মৃতের সংখ্যা ৮ হাজার অতিক্রম করল, অধিকাংশ শিশু
কোতোয়ালি পুলিশ এই জঘন্য অপরাধের তদন্ত শুরু করেছে, কারণ এখন পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। মল রোড অ্যাসোসিয়েশন এই মর্মে জানিয়ে দিয়েছে অপরাধীদের দ্রুত গ্রেপ্তার না হলে আশেপাশের ব্যবসা বন্ধ করে দেবেন তারা। পাঞ্জাবের প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী এবং আকালি দলের প্রধান সুখবীর সিং বাদল এই মর্মান্তিক ঘটনার নিন্দা করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন।
গ্রিনল্যান্ড (Greenland_Donald Trump) দখলে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার একধাপ এগিয়ে মঙ্গলবার ট্রাম্প তাঁর…
এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…
প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…
নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…
নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…
দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…