প্রতিবেদন : এই বছর কলকাতা লিগের (Calcutta Football League) প্রিমিয়ার ডিভিশনের খেলা শুরু হবে ২৫ জুন। ফেডারেশনের তরফে জানানো হয়েছে, কলকাতা লিগ যাতে ৩০ সেপ্টেম্বরের মধ্যে শেষ করতে পারে আইএফএ, তার জন্য তৃতীয় ডিভিশন আই লিগের (Calcutta Football League) খেলা পিছিয়ে দেওয়া হচ্ছে। বৃহস্পতিবার আইএফএ অফিসে প্রিমিয়ার ডিভিশন লিগে অংশ নেওয়া ক্লাবগুলির প্রতিনিধিদের নিয়ে লিগের খেলার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। স্থানীয় প্রতিভা তুলে আনতে প্রিমিয়ার ডিভিশনের ম্যাচগুলোতে প্রথম একাদশে সাতজন ভূমিপুত্র ও চারজন ভিন রাজ্যের ফুটবলার খেলানোর নিয়ম চালু করার প্রস্তাব দিয়েছেন আইএফএ সচিব অনির্বাণ দত্ত। অধিকাংশ ক্লাব প্রস্তাবে রাজি হলেও কয়েকটি ক্লাব বিরোধিতা করেছে। আরও একবার ক্লাবগুলোর মতামত নিয়ে সিদ্ধান্ত নেবে আইএফএ।
আরও পড়ুন- রাজ্যে এতদিন ধরে ভোট চলবে! কেন? কার স্বার্থে? তাতেও ঝুলি ভরবে তো?