সংবাদদাতা, রামপুরহাট : বগটুই কাণ্ডে স্বস্তিতে রাজ্য। সোমবার হাইকোর্টে (Bagtui- Calcutta High Court) শুনানি ছিল বগটুই মামলার। সোমবার কলকাতা হাইকোর্টে ছিল শুনানি। আজ তার নিষ্পত্তি হল। আইনজীবী অনির্বাণ গুহঠাকুরতা জানালেন, রাজ্যের রিপোর্টে খুশি প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চ। এদিনই রাজ্যের তরফে রিপোর্ট পেশ করা হয়েছিল। তাতে দাবি করা হয়েছে, নতুন করে অভিযোগ নেই। ফের নতুন করে বাড়ি তৈরি করে দেওয়া হয়েছে। ঘরছাড়ারা গ্রামে ফিরেছেন। এমনকী গ্রামে পুলিশ পিকেট আছে। রাজ্যের এই রিপোর্টে সন্তুষ্ট ডিভিশন বেঞ্চ। বেঞ্চ জানিয়েছে, যেহেতু এখন বগটুইয়ে কোনও টেনশন নেই, কোনও অসুবিধে নেই, তাই রিট পিটিশনেরও প্রয়োজন নেই। এবার নিম্ন আদালতে মামলা যেমন চলছে তেমন চলবে। রামপুরহাট আদালতে তদন্তের ৮৯ দিনের মাথায় জমা পড়েছে বগটুই-কাণ্ডের (Bagtui- Calcutta High Court) চার্জশিট। প্রথম চার্জশিটে ২০ জনের নাম রয়েছে বলে সিবিআই সূত্রের খবর। তবে পুলিশ বা দমকলকর্মীদের নাম তাতে নেই। ফলে আপাতত তাতেও স্বস্তিতে রাজ্য। পুলিশ ও দমকলের ভূমিকা নিয়ে আলাদা করে তদন্ত চলছে বলে চার্জশিটে উল্লেখ থাকছে। তাদের ভূমিকা ও নাম থাকলেও থাকতেও পারে সাপ্লিমেন্টারি চার্জশিটে।