স্বদেশীয়র প্রশংসায় নাদাল

এমন সাফল্য আরও আসবে

Must read

মাদ্রিদ, ১২ সেপ্টেম্বর : প্রত্যাশিতই ছিল। ইউ এস ওপেন ফাইনাল শেষ হওয়ার কিছুক্ষণের মধ্যেই নতুন নায়ককে অভিনন্দন জানিয়ে বার্তা চলে এল রাফায়েল নাদালের।
নরওয়ের ক্যাসপার রুডকে হারিয়ে প্রথম গ্র্যান্ড স্ল্যাম ও এটিপির কনিষ্ঠতম একনম্বর খেলোয়াড় হয়েছেন স্বদেশীয় কার্লোস আলকারেজ। আর তারপরই নাদাল টুইট করেছেন, ‘অভিনন্দন কার্লোস আলকারেজ (Rafael Nadal- Carlos Alcaraz)। তোমার প্রথম গ্র্যান্ড স্ল্যাম ও একনম্বর হওয়ার জন্য। এটা তোমার সারা বছর ধরে দুর্দান্ত টেনিস খেলার চূড়ান্ত সাফল্য। আমি নিশ্চিত এমন সাফল্য তোমার জীবনে আরও আসবে।’ নিজের দেশের জুনিয়র খেলোয়াড়কে আগেও প্রশংসায় ভাসিয়েছেন কিছুদিন আগেও টেনিস কোর্টকে শাসন করা বহু গ্র্যান্ড স্লামের নায়ক।

আরও পড়ুন-হরমনপ্রীতদের আজ বাঁচার লড়াই

নাদালের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন আলকারেজও (Rafael Nadal- Carlos Alcaraz)। খেতাব জিতে তিনি বলেছেন, ‘আমার মোটে একটা গ্র্যান্ড স্ল্যাম আছে। ওঁর আছে ২২টি। তাহলেই বুঝুন!’ সার্কিটে ‘স্প্যাগেটিম্যান’ বলে পরিচিত আলকারেজ এরইমধ্যে জানিয়ে দিয়েছেন তিনি শীর্ষে থাকতেই এসেছেন। আর সেটা টানা অনেক সপ্তাহ, অনেক বছর। এ-জন্য এই সপ্তাহটা বিশ্রাম নিয়েই নেমে পড়বেন কোর্টে। তবে তিনি টেনিস উপভোগ করতে চান। কোর্টে কাটাতে চান মনের আনন্দে।

Latest article