হরমনপ্রীতদের আজ বাঁচার লড়াই

Must read

ব্রিস্টল, ১২ সেপ্টেম্বর : প্রথম টি-২০ ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে বড় ব্যবধানে হারের পর, মঙ্গলবার ফের মাঠে নামছেন হরমনপ্রীত কৌররা (India Women Cricket Team)। আরও একটা হার মানেই তিন ম্যাচের সিরিজ পকেটে পুরে ফেলবে ইংল্যান্ড। প্রথম ম্যাচে হারের পর ভিজে পিচ নিয়ে তোপ দেগেছিলেন হরমনপ্রীত (India Women Cricket Team)। তবে ঘটনা হল যে উইকেটে ভারতীয় দল মাত্র ১৩২ রান তুলেছিল, একই পিচে ইংল্যান্ড ১৩ ওভারেই মাত্র ১ উইকেট হারিয়ে ম্যাচ জিতে নেয়।

সোমবার মিডিয়ার মুখোমুখি হয়ে স্মৃতি মান্ধানা কার্যত স্বীকার করে নিলেন, প্রথম ম্যাচে তাঁরা নিজেদের সেরাটা দিতে ব্যর্থ হয়েছেন। স্মৃতির বক্তব্য, ‘‘প্রথম ম্যাচে হারের কারণ নিয়ে আমাদের আলোচনা হয়েছে। এটা সত্যি যে, গত কয়েক মাস ধরে আমরা যে মানের ক্রিকেট খেলেছি, সেটা ওই ম্যাচে করতে পারিনি।’’
ভেজা পিচ নিয়ে প্রশ্নের উত্তর দিতে গিয়ে স্মৃতি বলেন, ‘‘হ্যাঁ, পরিবেশ খুব একটা ভাল ছিল না। আউটফিল্ডের কয়েকটা জায়গাতেও স্যাঁতসেঁতে ভাব ছিল। তবে হার নিয়ে কোনও অজুহাত দিতে চাই না।’’ তিনি আরও বলেন, ‘‘আমাদের ব্যাটিংয়ে উন্নতি করতে হবে। প্রথম ম্যাচে ১২ থেকে ১৮ ওভারে আমরা প্রয়োজনীয় রান স্কোরবোর্ডে তুলতে পারিনি।’’

আরও পড়ুন-লেজেন্ডস লিগ শর্তসাপেক্ষে ম্যাচ ইডেনে

Latest article