দেশের মধ্যে শীর্ষে কলকাতা বিশ্ববিদ্যালয়, শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী

Must read

আবারও কলকাতা বিশ্ববিদ্যালয়ের (Calcutta University) মুকুটে নয়া পালক। ‘টাইমস হায়ার এডুকেশন ইম্প্যাক্ট’-এর বিচারে দেশের সমস্ত কেন্দ্র নিয়ন্ত্রিত শিক্ষাপ্রতিষ্ঠান, রাজ্যের নিয়ন্ত্রিত শিক্ষাপ্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠানের মধ্যে প্রথম স্থান দখল কলকাতা বিশ্ববিদ্যালয়ের। ‘সামগ্রিক বৃদ্ধি ও উন্নয়ন’ ক্যাটেগরিতে প্রথম স্থান পেল কলকাতা বিশ্ববিদ্যালয়। কলকাতা বিশ্ববিদ্যালয়ের এই সাফল্যে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)।

‘ডিসেন্ট ওয়ার্ক অ্যান্ড ইকোনমিক গ্রোথ’ -এর নিরিখে সারাবিশ্বে ১৪তম স্থান পেয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয় (Calcutta University)। টুইটে মমতা লিখেছেন, ‘টাইমস হায়ার এডুকেশন ইমপ্যাক্ট র‍্যাঙ্কিংয়ে সামগ্রিক বৃদ্ধি এবং উন্নয়নের নিরিখে কলকাতা বিশ্ববিদ্যালয় প্রথম স্থান অধিকার করেছে। এটা অত্যন্ত আনন্দের খবর। ‘ডিসেন্ট ওয়ার্ক অ্যান্ড ইকোনমিক গ্রোথ’ নামে একটি সাব-ক্যাটাগরিতে ১৪-তম স্থানে রয়েছে সিউ। কলকাতা বিশ্ববিদ্যালয়ের আধিকারিক, গবেষক, পড়ুয়া ও শিক্ষাকর্মীদের অভিনন্দন জানাচ্ছি।’

 

কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সোনালী চক্রবর্তী বন্দ্যোপাধ্যায় (Sonali Chakraborty Banerjee) এ বিষয়ে বলেন, ” বিশ্ববিদ্যালয়ের অক্লান্ত, ঐক্যবদ্ধ এবং নিবেদিত প্রচেষ্টা এই সাফল্য এসেছে । এটা আমাদের কাছে গর্বের বিষয়।” এই সাফল্য বিশ্ববিদ্যালয়কে আগামিদিনে বিভিন্ন দিক থেকে অনুদান পেতে সহযোগিতা করবে বলেই মনে করছে শিক্ষামহল।

আরও পড়ুন: প্রয়াগরাজ হত্যাকাণ্ড: এবার মানবাধিকার কমিশনের চেয়ারম্যানের মুখোমুখি তৃণমূল কংগ্রেস

Latest article