সবুজ পৃথিবী গড়ার ডাক দিল বৃক্ষস্বজন

সকালে ৯৭ বর্ষীয় মা জ্যোতির্ময়ী দেবী প্রথম গাছটি তুলে দেন এক বৃক্ষপ্রেমীর হাতে। সকাল থেকে লাইন পড়ে গিয়েছিল বাড়ির সামনে।

Must read

প্রতিবেদন : একটি গাছ, একটি প্রাণ- এই স্লোগান সামনে রেখে চলেছে সবুজের অভিযান। সাহিত্যিক, সংগীতপ্রেমী ও সমাজসেবী সমর নাগের। গাছের সমারোহের জন্যেই সল্টলেকে তাঁর বাড়ি ‘দোতারা’-র ডাকনাম ‘গাছবাড়ি’। বৃক্ষপ্রেম সবার মধ্যে ছড়িয়ে দিতে তাঁর উদ্যোগে শান্তিনিকেতনের ‘বনরূপা নার্সারি’-র সহযোগিতায় মঙ্গলবার থেকে শুরু হয়েছে ‘বৃক্ষস্বজন’।

আরও পড়ুন-করোনা মোকাবিলায় প্রস্তুত স্বাস্থ্য দফতর

সকালে ৯৭ বর্ষীয় মা জ্যোতির্ময়ী দেবী প্রথম গাছটি তুলে দেন এক বৃক্ষপ্রেমীর হাতে। সকাল থেকে লাইন পড়ে গিয়েছিল বাড়ির সামনে। নেওয়ার একটাই শর্ত, গাছটিকে আত্মীয়ের মতো ভালবাসতে হবে, যত্ন করতে হবে। এদিন সল্টলেক ও সেক্টর ফাইভে বিনামূল্যে গাছবিলি হল। এছাড়াও শান্তিনিকেতন, গড়িয়া-সহ রাজ্যের আট জায়গায় এই সবুজায়ন অভিযান চলবে। আম, জাম, কাঁঠাল থেকে জবা, রঙ্গন, কামিনী বা মেহগনি, চন্দনের চারা দেওয়া হচ্ছে। শমিতা ও সমুদ্রনীলের মতো এই পরিবারের নবীন প্রজন্মও গাছপ্রেমে মশগুল।

Latest article