গরিব কল্যাণ অন্ন যোজনার সুবিধা বন্ধ করে দিতে চায় মোদি সরকার

২০২০ সালে করোনা এবং প্রথম লকাউডনের সময় এই প্রকল্প চালু করা হয়েছিল। প্রতি ৬ মাস অন্তর এই প্রকল্পের মেয়াদ বৃদ্ধি করা হয়।

Must read

নবনীতা মণ্ডল, নয়াদিল্লি : প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনায় দেশের নাগরিকদের দেওয়া ৫ কেজি করে খাদ্যশস্য এবং রেশনকার্ডধারীদের দেওয়া ভরতুকির রেশন বন্ধ করে দেওয়া হতে পারে সেপ্টেম্বরের পরেই। ২০২০ সালে করোনা এবং প্রথম লকাউডনের সময় এই প্রকল্প চালু করা হয়েছিল। প্রতি ৬ মাস অন্তর এই প্রকল্পের মেয়াদ বৃদ্ধি করা হয়। গত মার্চে শেষবারের মতো এই প্রকল্পের মেয়াদ বাড়ানো হয়। সম্প্রতি কেন্দ্রীয় অর্থমন্ত্রকের খরচ সম্পর্কিত বিভাগের তরফে সরকারের শীর্ষস্তরে একটি ‘সতর্কবাণী’ দেওয়া হয়েছে।

আরও পড়ুন-সবুজ পৃথিবী গড়ার ডাক দিল বৃক্ষস্বজন

সেখানে বলা হয়েছে, সরকারের বর্তমান আর্থিক পরিস্থিতির কথা বিবেচনা করে গরিব কল্যাণ অন্ন যোজনার মেয়াদ সেপ্টেম্বরের পর আর বৃদ্ধি করা যাবে না। সেইসঙ্গে আরও বলা হয়েছে, কোনও সামগ্রীর ওপর থেকে বড় অঙ্কের করও কমানো যাবে না। সরকারের শীর্ষস্তরে পাঠানো নোটে বলা হয়েছে, বর্তমান বর্ধিত মেয়াদের পর প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার মেয়াদ যেন আর বৃদ্ধি করা না হয়৷ খাদ্য সুরক্ষা এবং আর্থিক ব্যবস্থা এই দুই বিষয়ের উপর ভিত্তি করেই এই পরামর্শ দেওয়া হচ্ছে। অর্থমন্ত্রকের শীর্ষস্তর থেকে বলা হয়েছে, অন্ন যোজনা প্রকল্পের মেয়াদ আরও বৃদ্ধি করলে কেন্দ্রের আর্থিক পরিস্থিতি বা ভাঁড়ারের উপর নেতিবাচক প্রভাব পড়বে। সেটা এড়ানোই এই মুহূর্তে করণীয় বলে মনে করছেন অর্থমন্ত্রকের কর্তারা।

Latest article