বকেয়ার দাবিতে অভিষেকের নেতৃত্বে অভিযান

Must read

নবনীতা মণ্ডল, নয়াদিল্লি: একশো দিনের কাজে বকেয়ার দাবিতে আজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দিল্লিতে অভিযান করে তৃণমূল কংগ্রেসের লোকসভা এবং রাজ্যসভার সাংসদরা স্মারকলিপি জমা দেবেন গ্রামোন্নয়ন ও পঞ্চায়েতরাজ মন্ত্রী গিরিরাজ সিংয়ের অফিসে। প্রায় ৩০ জন সাংসদ গ্রামোন্নয়ন মন্ত্রীর সঙ্গে দেখা করে রাজ্যের বকেয়া পাওনা আদায়ের দাবি জানাবেন। মঙ্গলবার দিল্লিতে সংবাদ মাধ্যমের সঙ্গে আলাপচারিতায় অভিষেক বলেন, গিরিরাজ সিং না থাকলে সেক্ষেত্রে প্রতিমন্ত্রী সাধ্বী নিরঞ্জন জ্যোতি অথবা মন্ত্রকের সচিবের সঙ্গে দেখা করে স্মারকলিপি দেবেন তৃণমূল সাংসদরা।

আরও পড়ুন-যান্ত্রিক ত্রুটি ইন্ডিগোর বিমানে, জরুরি অবতরণ হায়দরাবাদে

সাংসদ জানিয়েছেন, তাঁদের স্মারকলিপি নিয়ে যদি ইতিবাচক কোনও আশ্বাস মেলে, তাহলে কোনও ধরনা হবে না। তবে তা না করলে ধরনা, বিক্ষোভ হবে এবং পরবর্তীতে দিল্লিতে বৃহত্তর আন্দোলন হবে। তিনি জানিয়েছেন, এবার কেন্দ্রীয় মন্ত্রককে বকেয়া মেটানোর জন্য সময়সীমা দেওয়া হবে। সেই সময়ের মধ্যে টাকা না মেটালে দিল্লিতে বৃহত্তর আন্দোলন করবে তৃণমূল। তিনি জানান, গত ডিসেম্বরে কেন্দ্রীয় সরকার রাজ্যকে আবাসন প্রকল্পের ১১ লক্ষ ৩৬ হাজার উপভোক্তার তথ্য যাচাই করে রিপোর্ট পাঠাতে বলে। জানুয়ারিতেই সেই রিপোর্ট পাঠিয়েছে রাজ্য সরকার। তারপরেও এখনও কোনও টাকা দেয়নি কেন্দ্র। তিনি বলেন, মনরেগা বা একশো দিনের কাজের মজুরির টাকা এতদিন ধরে ফেলে রাখা হয়েছে। এই মুহূর্তে কেন্দ্রের কাছে রাজ্য সরকারের বকেয়া ৭ হাজার কোটি টাকা। একশো দিনের প্রকল্পে গরিব মানুষ কাজ করেছেন। তাঁদের টাকা দ্রুত মেটাক কেন্দ্র। একশো দিনের কাজ সহ বিভিন্ন প্রকল্পে দুর্নীতির অভিযোগ করেছে বিজেপি।

আরও পড়ুন-প্রবল গোষ্ঠীদ্বন্দ্বের জের, কর্নাটকে আটকে বিজেপির প্রার্থী তালিকা

সে প্রসঙ্গে পাল্টা চ্যালেঞ্জ ছুঁড়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, দুর্নীতি হয়ে থাকলে সিবিআই তদন্ত করো, দোষীদের সাজা দাও, কিন্তু যারা কাজ করেছে তাদের টাকা মেটাও। কাল আমরা আল্টিমেটাম দিয়ে আসব। এরপর আমরা আর নয় মাস অপেক্ষা করব না গতবারের মতো।

Latest article