‘কেউ শ্মশানকে ভালবাসতে পারে?’ ভুয়ো খবর নিয়ে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী

কোনও ফলক কেওড়াতলা মহাশ্মশানের সামনে লাগানো হয়নি। এই ধরনের 'ভুয়ো ছবি' নিয়ে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Must read

বেশ কয়েক দিন ধরে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল (viral) একটি ছবি। কেওড়াতলা মহাশ্মশানের (Keoratala) সামনে ফলকে লেখা ‘আই লাভ কেওড়াতলা মহাশ্মশান’। ওই ধরনের কোনও ফলক কেওড়াতলা মহাশ্মশানের সামনে লাগানো হয়নি। এই ধরনের ‘ভুয়ো ছবি’ নিয়ে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই ধরনের ছবি ছড়ানোর বিরুদ্ধে পদক্ষেপ নিতে কলকাতার পুলিশ কমিশনারকে স্পষ্ট নির্দেশ দিলেন তিনি।

আরও পড়ুন-বাড়ছে দৈনিক সংক্রমণ, শুরু হল মক ড্রিল

নবান্ন থেকে এদিন অ্যাম্বুল্যান্স উদ্বোধনের পর মুখ্যমন্ত্রীর বলেন, ‘কয়েকদিন ধরে একটা ভুয়ো খবর রটছে। কোনও ভুয়ো খবর বরদাস্ত করা হবে না। যেটা হয়নি সেটা লেখা হয়েছে। কেউ শ্মশানকে ভালবাসতে পারে? শ্মশান তো শেষের জায়গা। হৃদয় বিদারক জায়গা। তাকে কেউ ভালবাসতে পারে যারা এই ধরনের ছবি ছড়ায় তাদের ধিক্কার জানাই?’

আরও পড়ুন-দেশে লোক নেই, অমিল প্রার্থী, ৪০ শতাংশ আসনে ভোটই হল না

তিনি আরও বলেন,’আমাকে বদনাম করতেই পারেন। আমার নামে কুৎসা করতে পারেন। কিছু মনে করব না। কিন্তু ভুয়ো খবর বরদাস্ত নয়। কেউ কেউ উস্তানিমূলক খরব ছড়াচ্ছে। ভুয়ো খবরের বিরুদ্ধে আইনি ব্যবস্থা হবে।’

Latest article