বাড়ছে দৈনিক সংক্রমণ, শুরু হল মক ড্রিল

যে এই ধরনের মহামারীকে প্রতিরোধ করার জন্য কখনওই সদর্থক ভূমিকা নেয়নি এবং সবটাই প্রচার ও রাজনীতি সর্বস্ব সেটা অতীতেও প্রমাণিত হয়েছে।

Must read

প্রতিবেদন : দেশ জুড়ে ফের মাথাচাড়া দিয়ে উঠছে করোনা। আক্রান্তের সংখ্যা নিয়মিতই বাড়ছে। করোনা পরিস্থিতির সঙ্গে লড়ার জন্য কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে আয়োজন করা হয়েছে মক ড্রিলের। ইতিমধ্যেই কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডব্য সমস্ত রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী এবং স্বাস্থ্য সচিবদের সঙ্গে জরুরি বৈঠকও সেরেছেন। কিন্তু এত সাজো সাজো রবের মধ্যেও করোনা পরিস্থিতি প্রতিরোধে প্রাথমিক সতর্কতা অর্থাৎ মাস্ক ব্যবহার করা, দূরত্ব বজায় রাখা, জমায়েত রাশ টানার ব্যাপারে নির্লিপ্ত কেন্দ্রীয় সরকার।

আরও পড়ুন-দেশে লোক নেই, অমিল প্রার্থী, ৪০ শতাংশ আসনে ভোটই হল না

যদি করোনার চতুর্থ ঢেউ আসে তবে তা মোকাবিলায় বিভিন্ন রাজ্য কতটা প্রস্তুত তা খতিয়ে দেখতেই সোমবার থেকে শুরু হয়েছে এই মক ড্রিল। সোম এবং মঙ্গলবার এই দুদিন গোটা দেশের হাসপাতাল এবং নার্সিংহোমগুলিতে চলবে এই মক ড্রিল। স্বাস্থ্যভবন সূত্রে খবর বাংলাতে এই মক ড্রিল হবে মঙ্গলবার।

আরও পড়ুন-অফিসারদের অনেকেই ডাকাত : কেন্দ্রীয় মন্ত্রী

ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের প্রাক্তন প্রেসিডেন্ট এবং তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডাঃ শান্তনু সেন বলেন, যে সরকারের প্রধান ২১ দিনে করোনা যুদ্ধ জয় করব ঘোষণা করেন, যিনি করোনা মোকাবিলায় থালা বাজাতে, ঘণ্টা বাজাতে এবং প্রদীপ জ্বালাতে বলেন, যে সরকারের নেতারা বলেন গোমূত্র এবং গোবর খেলে করোনা সেরে যাবে, করোনা মোকাবিলায় তাদের দৃষ্টিভঙ্গি কী এসব থেকেই বোঝা যায়। মোদি সরকারের সার্বিক ব্যর্থতার জন্য করোনার সময় নদীতে মৃতদেহ ভেসে থাকতে দেখা গিয়েছিল।

আরও পড়ুন-অন্ধকার ঘরে ইঁদুর, আরশোলার সঙ্গেই রাশিয়ায় বন্দি ছিল ইউক্রেনের ৩১টি শিশু

এই সরকারের ব্যর্থতার জন্যই সারা পৃথিবীতে কোভিড মোকাবিলায় ভারতকে তিরস্কৃত হতে হয়। মোদি সরকার যে এই ধরনের মহামারীকে প্রতিরোধ করার জন্য কখনওই সদর্থক ভূমিকা নেয়নি এবং সবটাই প্রচার ও রাজনীতি সর্বস্ব সেটা অতীতেও প্রমাণিত হয়েছে। বর্তমানেও তার প্রমাণ পাওয়া যাচ্ছে।

Latest article