নেতৃত্বের পরীক্ষায় হার্দিক-জাদেজা

রবিবাসরীয় রাতে আইপিএলে ব্লকবাস্টার। মুখোমুখি হচ্ছে রবীন্দ্র জাদেজার চেন্নাই সুপার কিংস ও হার্দিক পাণ্ডিয়ার গুজরাট টাইটান্স।

Must read

পুণে, ১৬ এপ্রিল : রবিবাসরীয় রাতে আইপিএলে ব্লকবাস্টার। মুখোমুখি হচ্ছে রবীন্দ্র জাদেজার চেন্নাই সুপার কিংস ও হার্দিক পাণ্ডিয়ার গুজরাট টাইটান্স। দেশের সেরা দুই অলরাউন্ডারের দ্বৈরথ হতে চলেছে পুণেতে মহারাষ্ট্র ক্রিকেট সংস্থার মাঠে। টানা জয়ের ছন্দে থাকা গুজরাট এই মুহূর্তে পয়েন্ট টেবলের শীর্ষে। ৫ ম্যাচে চারটি জয়-সহ ৮ পয়েন্ট হার্দিকদের। অন্যদিকে, টানা চার ম্যাচ হারের পর শেষ লড়াইয়ে জয় পেয়েছে সিএসকে। মহেন্দ্র সিং ধোনি, জাদেজাদের পাঁচ ম্যাচে পয়েন্ট মাত্র ২।

আরও পড়ুন-‘বিশ্বাস করুন আমাদের, আমাদের উপর ভরসা রাখুন’, কালীঘাটে পুজো দিয়ে প্রতিক্রিয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের

তবে টুর্নামেন্টে প্রথম জয় পেয়ে আত্মবিশ্বাস বাড়িয়েই গুজরাটের বিরুদ্ধে নামছে সিএসকে। প্রথমবার দলের নেতৃত্বভার নিয়ে বেশ চাপে ছিলেন জাদেজা। তবে আগের ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে ভারতীয় অলরাউন্ডারের নেতৃত্বে জয়ে ফিরেছে চেন্নাই। এটাই সব থেকে বেশি স্বস্তি দিচ্ছে ইয়েলো ব্রিগেডকে। তবে বোলিং বিভাগে এখনও অনেক খামতি রয়েছে ধোনিদের দলে। চাহারের মতো পেসার টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ায় সমস্যায় পড়েছে সিএসকে।

আরও পড়ুন-আসানসোল ও বালিগঞ্জ দুই কেন্দ্রেই সবুজ ঝড়, আসানসোলে রেকর্ড গড়ল তৃণমূল

দীপকের জায়গায় মুকেশ চৌধরিকে খেলালেও তরুণ পেসার প্রত্যাশা পূরণে ব্যর্থ। ক্রিস জর্ডন, ডোয়েন ব্র্যাভোরা মাঝে মধ্যে ভাল করলেও বল হাতে ধারাবাহিকতা দেখাতে পারছেন না। গুজরাট অবশ্য সব বিভাগেই দাপট দেখাচ্ছে। অধিনায়ক হার্দিক দলকে সাফল্যের সঙ্গে নেতৃত্ব দেওয়ার পাশাপাশি ব্যাটে-বলে অলরাউন্ড পারফরম্যান্স করে বুঝিয়ে দিচ্ছেন, আসন্ন টি-২০ বিশ্বকাপের জন্য তিনি তৈরি। রবিবার দুই সেরা অলরাউন্ডার জাদেজা ও হার্দিকের নেতৃত্বের দ্বৈরথও অন্যতম আকর্ষণ হতে যাচ্ছে।

Latest article