‘বিশ্বাস করুন আমাদের, আমাদের উপর ভরসা রাখুন’, কালীঘাটে পুজো দিয়ে প্রতিক্রিয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের

এদিন রাজ্যের দুই কেন্দ্রে জয় নিশ্চিত হওয়ার পরেই দুপুরে ট্যুইট করে প্রতিক্রিয়া দেন তৃণমূল নেত্রী ও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Must read

রাজ্যের দুই কেন্দ্রে বিশাল অঙ্কের ভোটে জয় এসেছে তৃণমূল কংগ্রেসের। প্রথমবার লোকসভা নির্বাচনে আসানসোল কেন্দ্রে জয় পেয়েছে তৃণমূল কংগ্রেস। এই উপলক্ষে আজ বিকেলেই কালীঘাট মন্দিরে পুজো দিতে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পুজো দিয়ে সেখান থেকে বেরিয়ে তিনি জানালেন, “শান্তি সম্প্রীতি বজায় রেখে সকলকে চলার আবেদন করব। উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীরা যেন ভাল করে পরীক্ষা দিতে পারে, সে দিকে খেয়াল রাখতে হবে। সিপিএম, বিজেপি, অপপ্রচার সত্ত্বেও মানুষের এত আস্থা আমাদের ওপর আছে, তা দেখে ভাল লাগছে। সেই কারণেই মানুষকে ধন্যবাদ জানিয়ে পুজো দিতে এলাম। আসানসোল শুধু জিতেছি নয়, রেকর্ড ভোটে জিতেছি। আমি রাজ্যের ও দেশের সাধারণ মানুষকে বলব, বিশ্বাস করুন আমাদের, আমাদের উপর ভরসা রাখুন। কারও প্ররোচনায় পা দেবেন না। যা ভ্রান্ত তা উদঘাটিত হোক। ভ্রান্ত ঘটনা দিয়ে যাতে বিভ্রান্তি না ছড়ায় সেদিকে লক্ষ্য রাখতে হবে।”

আরও পড়ুন-আসানসোল ও বালিগঞ্জ দুই কেন্দ্রেই সবুজ ঝড়, আসানসোলে রেকর্ড গড়ল তৃণমূল

এদিন রাজ্যের দুই কেন্দ্রে জয় নিশ্চিত হওয়ার পরেই দুপুরে ট্যুইট করে প্রতিক্রিয়া দেন তৃণমূল নেত্রী ও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি টুইট করে লেখেন ‘ আসানসোল ও বালিগঞ্জে তৃণমূল প্রার্থীদের জয়যুক্ত করার জন্য সমস্ত ভোটারদের জানাই অভিনন্দন। আমাদের মা-মাটি-মানুষের সরকারকে এই উষ্ণ নববর্ষের উপহার দেওয়ার জন্য আপনাদের অভিনন্দন। আমাদের ভোটারদের স্যালুট যে তাঁরা আমাদের উপরে ভরসা রাখতে পেরেছেন।’

Latest article