প্রতিবেদন : উৎসবের মরশুমের শুরুতেই আমজনতাকে ফের একবার বিপাকে ফেলল আরবিআই। শুক্রবার ফের এক দফা রেপো রেট বাড়াল রিজার্ভ ব্যাঙ্ক। এদিন আরবিআই ৫০ বেসিস পয়েন্ট রেপো রেট বাড়ানোর কথা ঘোষণা করেছে। এই সিদ্ধান্তের ফলে রেপো রেট বৃদ্ধির হার গত তিন বছরে সর্বোচ্চ ৫.৯ শতাংশে গিয়ে দাঁড়াল। এর ফলে গাড়ি-বাড়ির জন্য নেওয়া ঋণের উপরে সুদের হার আরও বাড়ল।
আরও পড়ুন-দেউচায় রাজ্যের মানবিক প্যাকেজ
দেশের কেন্দ্রীয় ব্যাঙ্কের এই সিদ্ধান্তের ফলে ব্যবসায়ী থেকে ঋণগ্রহীতা সাধারণ মানুষ, সকলেই সমস্যায় পড়বেন বলে আর্থিক বিশেষজ্ঞরা জানাচ্ছেন। গত কয়েকদিন ধরে টাকার দামের পতন অব্যাহত। পাশাপাশি আন্তর্জাতিক বাজারেও হঠাৎ করে মন্দা নেমে এসেছে। এই দুই জোড়া সমস্যার জেরে রিজার্ভ ব্যাংকের এই সিদ্ধান্ত প্রত্যাশিতই ছিল। শুক্রবার আরবিআই গর্ভনর শক্তিকান্ত দাস সুদের হার ৫০ বেসিস পয়েন্ট বাড়ানোর কথা ঘোষণা করেন। তিনি বলেন, বিশ্ববাজারে চলতি অস্থিরতার কারণে দেশের অর্থনীতিতে স্থিতাবস্থা বজায় রাখতেই আরবিআই রেপো রেট বাড়াতে বাধ্য হয়েছে । তবে মূল্যবৃদ্ধিতে লাগাম টানতে গিয়ে আরবিআইয়ের নেওয়া এই সিদ্ধান্ত সাধারণ মানুষের উপরেই আর্থিক চাপ বাড়াবে বলে জানিয়েছেন আর্থিক বিশেষজ্ঞরা। কারণ রেপো রেট বাড়ার ফলে বাড়ি, গাড়ির ঋণের উপরে সুদের হার ফের এক দফা বাড়বে। তবে আন্তর্জাতিক পরিস্থিতির সঙ্গে ঝুঝতে আরবিআইয়ের সামনে বিকল্প কোন পথও খোলা নেই।
আরও পড়ুন-বোনাস ডেটা এন্ট্রি অপারেটরদেরও
টাকার দামের পতনের জন্য বিরোধীদের আক্রমণের মুখে পড়ছে কেন্দ্র। সব মিলিয়ে নিজেদের অবস্থান সুরক্ষিত করতে বারবার ঋণের সুদ বাড়িয়ে চলেছে কেন্দ্র। আরবিআইয়ের আর্থিক নীতি কমিটির সব সদস্যই রেপো রেট বাড়ানোর সিদ্ধান্তে সায় দেন। কার্যত আর্থিক নীতি কমিটিতে সর্বসম্মতভাবে রেপো রেট বাড়ানোর সিদ্ধান্ত গৃহীত হয়। এদিনের সিদ্ধান্তের ফলে চলতি বছরের মে মাস থেকে এ পর্যন্ত রেপো রেট ১৪০ বেসিস পয়েন্ট বাড়ল। চলতি বছরে ইতিমধ্যে মুদ্রাস্ফীতির হার ৫.৪ শতাংশের উপরে রয়েছে। যা আরবিআইয়ের নির্ধারিত সীমার থেকে বেশ কিছুটা বেশি।