নাজির হোসেন লস্কর: দুর্গোৎসব শেষ হয়েও যেন হল না৷ বিজয়ার পরপরই আজ জেলায় জেলায় দুর্গা কার্নিভাল (Durga Carnival)৷ গত বছর জেলায় এক জায়গায় দুর্গা কার্নিভাল হলেও এবার দক্ষিণ ২৪ পরগনার ৪ প্রান্তে কার্নিভালের আয়োজন করেছে প্রশাসন৷ আজ, বৃহস্পতিবার বিকেলে মোট ৭৭টি পুজো কমিটি অংশ নেবে কার্নিভালগুলিতে৷ জেলার ৪টি লোকসভা অন্তর্গত যাদবপুর কেন্দ্রের কার্নিভাল অনুষ্ঠিত হবে বারুইপুরের টংতলায়৷ মথুরাপুর কেন্দ্রের দুর্গাপুজো কার্নিভাল হবে কাকদ্বীপের গোলপার্কে, জয়নগর কেন্দ্রের ক্যানিংয়ে নতুন বাস টার্মিনাস রাস্তায় হবে কার্নিভাল৷ সবচেয়ে আকর্ষণীয় কার্নিভালটি অনুষ্ঠিত হতে চলেছে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সংসদীয় এলাকা ডায়মন্ড হারবারে৷ হুগলি নদীর তীরে হবে এই অনুষ্ঠান৷ গঙ্গাবক্ষে পড়ন্ত বিকেলের সূর্যালোকের ঝলকে এই কার্নিভাল রূপ নেবে এক বর্ণময় উৎসবের৷ এখানে দুর্ঘটনা এড়াতে নদী তীরবর্তী প্রায় ৩ কিমি জুড়ে বাঁশের ব্যারিকেড করা হয়েছে৷ জাতীয় সড়কে আঁকা হয়েছে আলপনা। প্রস্তুতি খতিয়ে দেখতে প্রশাসনিক কর্তারা বুধবার কার্নিভাল স্থানগুলি পরিদর্শন করেন৷ জানা গিয়েছে, মগরাহাট ২ ব্লক জয়নগর লোকসভা কেন্দ্রে হলেও যোগাযোগের সুবিধার্থে এখানকার পুজো কমিটি অংশ নেবে ডায়মন্ড হারবারের কার্নিভালে৷ মগরাহাটের মধ্যশিবপুর বন্ধুমহল ক্লাবের পুজোর থিম ছিল বিশ্ব উষ্ণায়ণের বিষয়ে সচেতনতা৷ শোলা দিয়ে তৈরি মগরাহাটের এই থিমপুজো অংশ নেবে ডায়মন্ড হারবারে৷ উল্লেখ্য, গতবছর বাংলার দুর্গাপুজো ইউনেস্কোর ‘আবহমান ঐতিহ্য’-র তালিকায় স্থান পাওয়ার পর জেলা প্রশাসন ডায়মন্ড হারবারে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করেছিল হুগলি নদীর তীরে৷ দুর্গোপুজো শেষে জেলার একমাত্র পুজো কার্নিভালটি (Durga Carnival) অনুষ্ঠিত হয় কুলপিতে৷ তবে এ বছর ৪টি ভিন্ন স্থানে প্রশাসন কার্নিভাল আয়োজন করায় জেলার নানা প্রান্তের দর্শকদের তাদের কাছাকাছি জায়গায় কার্নিভালে অংশ নেওয়ার সুযোগ করে দিয়েছে৷ জেলা তথ্য সংস্কৃতি আধিকারিক অনন্যা মজুমদার জানান, কাকদ্বীপে ১৫, বারুইপুরে ২৩, ক্যানিংয়ে ১৭ এবং ডায়মন্ড হারবারে ২২টি পুজো কমিটি অংশ নেবে৷ থাকছে নানা সাংস্কৃতিক অনুষ্ঠানও। দর্শনার্থীদের নিরাপত্তা এবং কার্নিভাল সুষ্ঠুভাবে পরিচালনায় সতর্ক থাকছে পুলিশ–প্রশাসন৷ বিজয়ার পর কার্নিভাল ঘিরে এখন ব্যাপক উন্মাদনা জেলাজুড়ে৷
আরও পড়ুন- ইন্ডিয়ার চাপে থরহরিকম্প বিজেপির, ইতিহাস বদলানোর চক্রান্ত