রাজধানীর বায়ুদূষণে উদ্বেগ

Must read

প্রতিবেদন : উৎসবের মরশুম এখনও কাটেনি। তার আগেই চরম বায়ুদূষণের কবলে রাজধানী দিল্লি-সহ (Delhi- Air Pollution) আশপাশের এলাকা। মঙ্গলবার যেখানে বায়ুর গুণগতমান ২২০ (খারাপ)-এর আশপাশে ছিল, রাবণদহন, ফসলের অবশিষ্টাংশ পোড়ানো এবং প্রতিকূল আবহাওয়ার কারণে বুধবার থেকে বাতাসের গুণগত মান ‍‘খুব খারাপ’ হওয়ার আশঙ্কা জানিয়েছেন পরিবেশবিদরা। মঙ্গলবার পাঞ্জাবে এই মরশুমের সর্বোচ্চ একদিনের খড় পোড়ানোর ঘটনা (৩৬০) রেকর্ড হয়েছে। যেখানে এখনও পর্যন্ত পাঞ্জাবের সংখ্যাটা ছিল ২০০-র নিচে। ভারতীয় কৃষি গবেষণা ইনস্টিটিউট দ্বারা সংকলিত স্যাটেলাইট তথ্য অনুসারে মঙ্গলবার হরিয়ানা এবং উত্তরপ্রদেশে যথাক্রমে ৭০ এবং ৩৮টি ফসলের অবশিষ্টাংশ পোড়ানোর ঘটনা ঘটেছে। এই মুহূর্তে দিল্লির (Delhi- Air Pollution) বাতাসের গুণগত মান বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশিকা অনুযায়ী খারাপ থেকে অতি খারাপ স্তরে রয়েছে। সেন্টার ফর রিসার্চ অন এনার্জি অ্যান্ড ক্লিন এয়ার-এর বিশ্লেষক সুনীল দাহিয়া জানিয়েছেন, যেহেতু বর্তমানে দূষণের মাত্রা বেশি এবং উত্তর-পশ্চিম ভারতে ফসলের অবশিষ্টাংশ পোড়ানোর ঘটনা ক্রমশই বাড়ছে, সেখানে দুই থেকে তিন ঘণ্টার জন্য কুশপুত্তলিকা পোড়ানোও বর্তমান পরিস্থিতিকে আরও বাড়িয়ে দেবে। পরিস্থিতি ক্রমশ খারাপ হচ্ছে দেখে দিল্লি মেট্রো রেল কর্পোরেশন সপ্তাহের কাজের দিনগুলিতে ৪০টি অতিরিক্ত ট্রিপ চালানোর কথা ঘোষণা করেছে। কেজরিওয়াল সরকার আগেই ঘোষণা করেছিল আগামী ২৬ অক্টোবর থেকে সিগন্যালে গাড়ির ইঞ্জিন বন্ধ করার প্রকল্প ফের চালু হতে চলেছে দূষণ নিয়ন্ত্রণে।

আরও পড়ুন- ইন্ডিয়ার চাপে থরহরিকম্প বিজেপির, ইতিহাস বদলানোর চক্রান্ত

Latest article