নয়াদিল্লি, ৩০ মার্চ : গাড়ির শখ ছিল ছোটবেলা থেকেই। তাই ক্রিকেটার হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার পর, বিরাট কোহলির গ্যারেজে শোভা পেত বিভিন্ন মডেলের দামি গাড়ি। যদিও সেই সব গাড়ির অধিকাংশই তিনি বিক্রি করে দিয়েছেন! আরসিবির ইউটিউব চ্যানেলে এক সাক্ষাৎকারে এই তথ্য ফাঁস করেছেন কিং কোহলি নিজেই।
আরও পড়ুন-রোহিত চারে ব্যাট করুক, দাবি কুম্বলের
বিরাটের বক্তব্য, ‘‘আমার বেশিরভাগ গাড়িই ঝোঁকের বশে কেনা। খুব কমই ব্যবহার করেছি। একটা সময় মনে হল, এভাবে একগাদা গাড়ি রাখার কোনও মানে হয় না। তাই বেশিরভাগ গাড়ি বিক্রি করে দিয়েছি। এখন আমার গ্যারেজে সেই গাড়িগুলোই রয়েছে, যা আমাদের কাজে লাগবে।’’ মানুষ হিসেবে তিনি যে এখন আগের থেকে অনেক বেশি পরিণত, সেটা বিরাটের এই মন্তব্যে স্পষ্ট। তিনি বলছেন, ‘‘বয়স বাড়ার সঙ্গে সঙ্গে অভিজ্ঞতা বাড়ে। চারপাশের পরিবেশ এবং পরিস্থিতি সম্পর্কে ধারণাটা তখন পরিষ্কার হয়। একটা সময়ের পর আর খেলনা ভাল লাগে না। তখন মানুষ যেটা প্রয়োজন সেটা খোঁজে।’’
আরও পড়ুন-সাংবিধানিক যোগ্যতার সীমা লঙ্ঘন করেছেন আইনমন্ত্রী
এর পাশাপাশি এদিন সোশ্যাল মিডিয়ায় নিজের মার্কশিটের ছবি পোস্ট করেছেন বিরাট। ক্যাপশনে লিখেছেন—‘মার্কশিটে সবার নিচে যে জিনিসটা থাকে, সেটাই যখন আপনার জীবনের সঙ্গে জড়িয়ে যায়, তখন মজা লাগে।’’ মার্কশিটে দেখা যাচ্ছে বিরাট ইংরেজিতে এ প্লাস অর্থাৎ ৮৩ পেয়েছেন। এ ছাড়া হিন্দিতে ৭৫, অঙ্কে ৫১, বিজ্ঞান ও প্রযুক্তিতে ৫৫, সমাজবিজ্ঞানে ৮১ এবং ইন্ট্রোডাকটরি আইটিতে ৭৪ পেয়েছেন। কিন্তু খেলাধুলোর জন্য কোনও নম্বর ছিল না। ক্যাপশনে বিরাট সেটাই বোঝাতে চেয়েছেন।