পথশ্রী-রাস্তাশ্রী পথ বেঁধে দেবে বন্ধনহীন গ্রন্থি, স্ববিরোধিতায় ভুগছে বিজেপি : তাপস

স্ববিরোধিতায় ভুগছে বিজেপি। ওরা কী করবে বুঝতে পারছে না। কেন্দ্রীয় এজেন্সি দিয়ে, আর্থিক বঞ্চনা করেও বাংলার উন্নয়ন আটকে রাখতে পারছে না

Must read

সংবাদদাতা, বারাকপুর : স্ববিরোধিতায় ভুগছে বিজেপি। ওরা কী করবে বুঝতে পারছে না। কেন্দ্রীয় এজেন্সি দিয়ে, আর্থিক বঞ্চনা করেও বাংলার উন্নয়ন আটকে রাখতে পারছে না। পথশ্রী ও রাস্তাশ্রী প্রকল্প নিয়ে বৃহস্পতিবার দমদম-বারাকপুর সাংগঠনিক জেলার টিটাগড়ে দলীয় কার্যালয়ে সাংবাদিকদের সামনে এমনই মন্তব্য করেন বিধায়ক তথা জেলা তৃণমূল সভাপতি তাপস রায়।

আরও পড়ুন-গাড়ি এখন বিরাটের কাছে নিছকই খেলনা

এদিন দমদমে ৭.৪৮ কিলোমিটার, আটটি রাস্তার জন্য বরাদ্দ হয়েছে ২ কোটি ৩৩ লক্ষ ৮৫ হাজার ৮৭৫ টাকা। বারাকপুরে ৬২টি রাস্তা, যার দৈর্ঘ্য ৫৪.৫২ কিলোমিটার। বরাদ্দ হয়েছে ১৩ কোটি ৬৭ লক্ষ ২১ হাজার ১৫২ টাকা। তাপস আরও জানান, কেন্দ্রীয় সরকারের বঞ্চনা চলছেই, তাই মুখ্যমন্ত্রী বাধ্য হয়েছে নিজের প্রকল্প নিজে করছেন। পশ্চিমবঙ্গের ওপর রাজনৈতিক ও অর্থনৈতিক আক্রমণ হয়ে চলেছে। নির্বাচনকে সামনে রেখে সারা বছরই কাজ হয়। বিরোধী দলনেতার রাজ্য-বিরোধী ভূমিকারও তীব্র নিন্দা করেন।

Latest article