প্রতিবেদন : ভাঙড়ে (Bhangar) সরকারি নথি পোড়ানোর নেপথ্যে সিবিআইয়ের (CBI) চক্রান্ত থাকতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। তৃণমূলের ভাবমূর্তি নষ্ট করতেই এই ঘটনা ঘটানো হতে পারে বলে মনে করেন তিনি। মঙ্গলবার সকালে ভাঙড়ের আন্দুলগোড়ি এলাকায় পোড়া কাগজ থেকে কিছু সরকারি নথি উদ্ধার করেন সিবিআইয়ের আধিকারিকরা। বুধবার নবান্নে এক সাংবাদিক বৈঠকে এ নিয়ে প্রশ্ন করা হলে মুখ্যমন্ত্রী বলেন, “আমার কাছে এ নিয়ে কোনও তথ্য নেই। আমি এ ব্যাপারে শুনিনি। হতেই পারে এটা বিজেপি, সিপিএম বা আইএসএফের খেলা। না জেনে কোনও মিথ্যা কথা নিয়ে প্রতিক্রিয়া দেব না। তবে এটা সিবিআইয়ের চক্রান্ত হতে পারে। ওরা তো এরকমই করে। কখনও একটা টাকাও পাওয়া গেল না, অথচ বলে দিল ৫০০ কোটি টাকা উদ্ধার হয়েছে। কখনও দেখেছেন অমিত শাহর কাছে কত টাকা আছে? বিজেপি নেতাদের কাছে কত টাকা আছে?” মুখ্যমন্ত্রী আরও অভিযোগ করেন, ভাঙড়ে (Bhangar) নথি উদ্ধারের ক্ষেত্রে প্রোটোকলও মানেনি সিবিআই। স্থানীয় প্রশাসনকে আড়ালে রেখে হয়তো ভুয়ো বা জাল নথি পোড়ানো হচ্ছিল বলেও তাঁর আশঙ্কা। তিনি বলেন, ‘‘এটা সিবিআইয়ের চক্রান্ত। ওরা স্থানীয় থানাকে জানায়নি। নিয়ম অনুযায়ী, কোনও তদন্ত বা অনুসন্ধানে যেতে হলে স্থানীয় থানাকে জানানো উচিত। কিন্তু ওরা জানায়নি। হয়তো ওখানে কোনও ভুয়ো বা নকল নথি পুড়ছিল। ওরা শুধু দেখাতে চাইছে এটা সরকারি নথি। আসলে পরিকল্পনা করে তৃণমূলকে বদনাম করার চেষ্টা করা হচ্ছে।”