আদালতে প্রশ্নের মুখে সিবিআই

ফের প্রশ্নের মুখে সিবিআই তদন্ত। নিয়োগ দুর্নীতি মামলার তদন্ত করছে সিবিআই।

Must read

প্রতিবেদন : ফের প্রশ্নের মুখে সিবিআই তদন্ত। নিয়োগ দুর্নীতি মামলার তদন্ত করছে সিবিআই। কিন্তু তদন্তের গতি অত্যন্ত ধীর, ফের এই অভিযোগ উঠল কলকাতা হাইকোর্টে। বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের বিচারপতি জয়মাল্য বাগচি সিবিআইয়ের এই ধীর গতি নিয়েই প্রশ্ন তোলেন। এদিন এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত প্রাক্তন পর্ষদ কর্তা সুবীরেশ ভট্টাচার্যের আইনজীবী তদন্তে ধীর গতির অভিযোগ তুলে তাঁর জামিনের আবেদন জানান।

আরও পড়ুন-প্রতিশ্রুতিমতো হলদিয়ার ২ গ্রামে পৌঁছল বিদ্যুতের খুঁটি

আবেদন খারিজ করে দিয়ে বিচারপতি বলেন, শুধুমাত্রা তদন্ত ধীর গতিতে চলেছে, এই কারণে কারও জামিন হতে পারে না। এদিন সিবিআইয়ের কাছে আদালত জানতে চায়, সুবীরেশের বিরুদ্ধে আর কোনও মামলা রয়েছে কি না। তাঁকে আর হেফাজতে রাখার দরকার আছে কি না। এ নিয়ে ২১ ডিসেম্বরের মধ্যে সিবিআইকে রিপোর্ট দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত।

Latest article