এবার বছরে দু’বার সিবিএসই ও আইসিএসই-র বোর্ড পরীক্ষা

যদি কোনও পরীক্ষার্থী মনে করেন যে সে আগের পরীক্ষায় যা নম্বর পেয়েছে সেটাই যথেষ্ট তাহলে আর দ্বিতীয় বার পরীক্ষায় বসার প্রয়োজন নেই।

Must read

প্রতিবেদন: সিবিএসই ও আইসিএসই বোর্ডের দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষার ক্ষেত্রে নতুন সংযোজন। আগামী শিক্ষাবর্ষ অর্থাৎ ২০২৫-২৬ সাল থেকে দশম এবং দ্বাদশ শ্রেণির পড়ুয়ারা বছরে দু’বার পরীক্ষা দেওয়ার সুযোগ পাবে। সেক্ষেত্রে দুটো পরীক্ষার মধ্যে যে পরীক্ষায় নম্বর বেশি উঠবে সেই নম্বরই গ্রাহ্য হবে। তবে সকলের ক্ষেত্রে যে দুটো পরীক্ষাই দিতে হবে তেমনটা বাধ্যতামূলক নয়। যদি কোনও পরীক্ষার্থী মনে করেন যে সে আগের পরীক্ষায় যা নম্বর পেয়েছে সেটাই যথেষ্ট তাহলে আর দ্বিতীয় বার পরীক্ষায় বসার প্রয়োজন নেই।

আরও পড়ুন-মানুষের পরিষেবায় যেন ঘাটতি না হয় : ফিরহাদ

কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান জানান, ২০২০ সালের জাতীয় শিক্ষা নীতিতে বছরে দুই দফায় বোর্ড পরীক্ষা করানোর কথা বলেছিল। সেই প্রস্তাব অনুসরণ করেই বছরে দুই দফায় বোর্ড পরীক্ষা করানোর কথা ভাবা হচ্ছে। তাঁর সংযোজন,শিক্ষা মন্ত্রকের নিউ কারিকুলাম ফ্রেমওয়ার্ক অনুসারে, শিক্ষার্থীদের ভাল করে নিজেদের তৈরি করার জন্য পর্যাপ্ত সময় এবং সুযোগ নিশ্চিত করতেই বছরে অন্তত দু’বার বোর্ড পরীক্ষা নেওয়া হবে। এতে পড়ুয়াদের কাছে সুযোগও বাড়বে। একটা পরীক্ষা খারাপ হলেও পরের পরীক্ষায় সেই ভুল শুধরে নিতে পারবেন পরীক্ষার্থীরা।

Latest article