রাজ্যসভায় জয়ী তৃণমূলের চার প্রার্থী

রাজ্যসভার নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হলেন বাংলার তৃণমূলের ৪ প্রার্থী নাদিমুল হক, সুস্মিতা দেব, মমতা ঠাকুর ও সাগরিকা ঘোষ।

Must read

প্রতিবেদন: রাজ্যসভার নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হলেন বাংলার তৃণমূলের ৪ প্রার্থী নাদিমুল হক, সুস্মিতা দেব, মমতা ঠাকুর ও সাগরিকা ঘোষ। মঙ্গলবার তাঁদের হাতে জয়ের শংসাপত্র তুলে দেওয়া হয়। বিজয়ী ঘোষণা হওয়ার পর রাজ্য বিধানসভায় সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন তৃণমূল কংগ্রেসের চার প্রার্থী। এদিন তাঁদের এই জয়কে মমতা বন্দ্যোপাধ্যায়ের জয় আখ্যা দিয়েছেন তৃণমূল কংগ্রেসের সুস্মিতা দেব। যে বিপুল জনসমর্থন নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তৃতীয়বারের জন্য বাংলার মুখ্যমন্ত্রী হয়েছিলেন, তারই ফল হিসেবে এই জয়, বলেছেন তিনি।

আরও পড়ুন-এবার বছরে দু’বার সিবিএসই ও আইসিএসই-র বোর্ড পরীক্ষা

বিজয়ী ঘোষণা হওয়ার পর আধার বাতিল নিয়ে কেন্দ্রীয় চক্রান্তের বিরুদ্ধে সরব হয়েছেন মমতাবালা ঠাকুর। তাঁর দাবি, কেন্দ্রীয় সরকার আধার বাতিলের মাধ্যমে এনআরসি ঘুরপথে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। এর প্রতিবাদে পথে নামছে মতুয়া সমাজ। অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের তরফ থেকে আধার বাতিল নিয়ে রাজ্যের বিভিন্ন প্রান্তে ধরনা অবস্থানে বসা হবে। একই ভাবে এদিন ‘এক নেতা, এক দেশ ও এক রাজনৈতিক দলের শাসন’ কায়েমের চেষ্টার বিরুদ্ধে সরব হয়েছেন প্রথমবারের জন্য রাজ্যসভায় জয়ী তৃণমূল প্রার্থী সাগরিকা ঘোষ। তিনি বলেন, ‘‘এক পার্টি, এক নেতা ছাড়া কারও কোন অভিযোগ-অধিকার থাকবে না। এ কোন গণতন্ত্র?’’ তিনি এর বিরুদ্ধে সরব হওয়ার কথা বলেছেন।

Latest article