CBSE-র দ্বাদশ শ্রেণির ফল প্রকাশ, পরীক্ষার্থীদের পাশের হার ৮৭.৩৩ শতংশ

Must read

দ্বাদশ শ্রেণীর ফল প্রকাশ করল সেন্ট্রাল বোর্ড অব সেকেন্ডারি এডুকেশন বা সিবিএসই (CBSE- Result)। সিবিএসই সূত্রে জানানো হয়েছে, এবারের পরীক্ষার্থীদের পাশের হার ৮৭.৩৩ শতংশ। তবে এবারে সিবিএসই-র তরফে কোনও মেরিট লিস্ট প্রকাশ করা হয়নি। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বিভাগে কতজন পরীক্ষার্থী পাশ করেছেন, সে বিষয়েও কিছু জানানো হয়নি। চলতি বছরের ফেব্রুয়ারি, মার্চ ও এপ্রিল মাসে সিবিএসই-র (CBSE- Result) দ্বাদশ শ্রেণির পরীক্ষা হয়। এবারে মোট ১৬ লক্ষ ৯৬ হাজার ৭৭০ জন পরীক্ষার্থী পরীক্ষায় বসেছিলেন। মোট পরীক্ষার্থীর মধ্যে ৮৭.৩৩ শতাংশ পড়ুয়া পরীক্ষায় পাশ করেছে।

কোথায় দেখা যাবে রেজাল্ট?

ফল ঘোষণার পরই অফিসিয়াল ওয়েবসাইট results.cbse.nic.in এবং cbseresuts.nic.in সহ cbse.gov.in-তে পরীক্ষার্থীরা নম্বর দেখতে এবং ডাউনলোড করতে পারবে। অফিসিয়াল ওয়েবসাইট ছাড়াও DigiLocker এর মাধ্যমে পরীক্ষার্থীরা জানতে পারবে রেজাল্ট। আবার SMS ও UMANG অ্যাপ ব্যবহার করেও জানা যাবে।

আরও পড়ুন-প্রয়াত কাজী নজরুল ইসলামের কনিষ্ঠ পুত্রবধূ, শোকজ্ঞাপন মুখ্যমন্ত্রীর

Latest article