পানশালায় এবার সিসি ক্যামেরা নজরদারি

Must read

প্রতিবেদন : কলকাতা-সহ রাজ্যের সব বার বা পানশালায় এবার বাধ্যতামূলক হচ্ছে সিসি ক্যামেরা। একইসঙ্গে রেকর্ড করতে হবে অডিও-ও। এই নির্দেশিকা জারি করেছে রাজ্য আবগারি দফতর। বলা হয়েছে, ক্যামেরার রিয়েল টাইম অ্যাক্সেসের নিয়ন্ত্রণ থাকবে আবগারি দফতরের হাতে।

আরও পড়ুন : এবারের উৎসবে অত্যাধুনিক প্রযুক্তিতে সেজে উঠছে কলকাতা পুলিশ

এই অ্যাক্সেস থাকলে দফতরে বসেই নজরদারি করা যায় ফুটেজে। ভিডিও ফুটেজের সঙ্গে রেকর্ড করতে হবে শব্দও। বিধিসম্মত সময় পেরিয়ে যাওয়ার পরেও পার্টি, বারে বচসা ও মারামারি ইত্যাদি অপ্রীতিকর ঘটনা রুখতেই এবার আরও সক্রিয় হয়ে আবগারি দফতর সব পানশালায় এবার বাধ্যতামূলক করেছে সিসি ক্যামেরার নজরদারি। আবগারি দফতরের নির্দেশিকায় বলা হয়েছে, দু’ সপ্তাহের মধ্যে রাজ্যের সব পানশালায় চালু করতে হবে সিসি ক্যামেরার নজরদারি। সিসি ক্যামেরায় ভিডিও রেকর্ড করতে হবে ফুল এইচডি রেজোলিউশনে। ভিডিও-র সঙ্গে রেকর্ড করতে হবে অডিও। সিসি ক্যামেরাগুলি কোথায় বসাতে হবে তা-ও বলে দেওয়া হয়েছে নির্দেশিকায়।

Latest article