সব এলাকা থেকেই রেশন-আধার সংযুক্তি

Must read

প্রতিবেদন : রাজ্যের যে কোনও প্রান্ত থেকেই রেশন কার্ডের সঙ্গে আধার নম্বর লিঙ্ক করানো যাবে, কার্ডের ঠিকানা যেখানকারই হোক না কেন৷ নতুন এই নির্দেশিকা জারি করল রাজ্য সরকার। রেশন কার্ডের সঙ্গে বাধ্যতামূলক করা হয়েছে আধার নম্বর লিঙ্ক করা।

আরও পড়ুন : পানশালায় এবার সিসি ক্যামেরা নজরদারি

খাদ্যমন্ত্রী রথীন ঘোষ জানিয়েছেন, রাজ্যের এই নির্দেশিকায় করোনা আবহে লিঙ্ক করানোর জন্য যেতে হবে না নিজের জেলায়। পশ্চিমবঙ্গের যে কোনও প্রান্তে বসেই এই কাজ করাতে পারবেন উপভোক্তা। প্রশাসনের তরফে জানানো হয়েছে, ঠিকানা যা-ই থাকুক, গ্রাহক যে কোনও জায়গা থেকেই রেশন কার্ডের সঙ্গে আধার নম্বর লিঙ্ক করাতে পারবেন। রাজ্যে এই মুহূর্তে ১০ কোটি ৩২ লক্ষ রেশন গ্রাহক আছেন। তাঁদের মধ্যে রেশন কার্ডের সঙ্গে আধার লিঙ্ক করিয়েছেন ৬ কোটি ৪৭ লক্ষ জন। প্রশাসন সূত্রে খবর, ত্রুটি থাকার কারণে বা ব্যবহার না করায় প্রায় ১৬ লক্ষ রেশন কার্ড ডিঅ্যাক্টিভেট করা হয়েছে। এরাজ্যে চালু হয়েছে ‘এক দেশ, এক রেশন’। তাই ভিন রাজ্যের যে কোনও বাসিন্দা মূলত পরিযায়ী শ্রমিকেরা রেশন তুলতে পারবেন।

Latest article