প্রতিবেদন : মাধ্যমিকের পর এবার উচ্চমাধ্যমিক পরীক্ষার প্রতিটি কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা লাগানোর নির্দেশ দিল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। সোমবার সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য এক বিজ্ঞপ্তিতে জানান, উচ্চমাধ্যমিক পরীক্ষার প্রতি কেন্দ্রের মূল গেটে এবং প্রতিটি ঘরে সিসিটিভি ক্যামেরা লাগানো হবে। তার ভিডিওগ্রাফির মাধ্যমে কন্ট্রোলরুমে বসে নজরদারি চালাবে সংসদ কর্তৃপক্ষ।
আরও পড়ুন-কৃত্রিম মানবভ্রূণ
এই ভিডিও ফুটেজ সংরক্ষিত থাকবে স্কুল কর্তৃপক্ষের কাছে। ২৮ মার্চ পর্যন্ত ফুটেজ সংরক্ষিত রাখতে হবে। প্রয়োজনে সংসদ সেই ফুটেজ খতিয়ে দেখবে। অপরদিকে, এর আগে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ জানিয়েছিল পরীক্ষা চলাকালীন কোনও শিক্ষক-শিক্ষিকা ছুটি নিতে পারবেন না। তবে সেই নিয়মে খানিকটা বদল হয়েছে। সংসদ কর্তৃপক্ষ এদিন এই নিয়ে আরও একটি বিজ্ঞপ্তি জারি করেছে। সেখানে বলা হয়েছে, যদি কোনও শিক্ষক-শিক্ষিকাদের সন্তান পরীক্ষা দেয় তাহলে সেক্ষেত্রে তাঁরা ছুটির জন্য আবেদন করতে পারবেন। তবে সেক্ষেত্রে যাবতীয় নিয়ম মেনে সঠিক পদ্ধতিতে ছুটির জন্য আবেদন করতে হবে। এরপর সংসদ পুরো বিষয়টি দেখে নিয়ে ছুটি মঞ্জুর করবে। এই বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হবে বেলা ১১টা ৪৫ মিনিটের জায়গায় সকাল ৯টা ৪৫ মিনিট থেকে। মাধ্যমিক, উচ্চমাধ্যমিকের পরীক্ষার্থীদের সুবিধার্থে ভোর ৫টা থেকেই মিলবে সব রকমের পরিবহণ পরিষেবা।