২০২৬ বিশ্বকাপের ফাইনাল হবে আমেরিকায়, শুরু মেক্সিকোয়

১১ জুন ৮৩ হাজার দর্শকের সামনে মেক্সিকো তাদের বিশ্বকাপ যাত্রা শুরু করবে। ফাইনাল হবে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে ১৯ জুলাই।

Must read

জুরিখ, ৫ ফেব্রুয়ারি : মেক্সিকোর ঐতিহাসিক এস্তাদিও আজটেকা স্টেডিয়ামের ম্যাচ দিয়ে শুরু হবে ২০২৬ বিশ্বকাপ। ১১ জুন ৮৩ হাজার দর্শকের সামনে মেক্সিকো তাদের বিশ্বকাপ যাত্রা শুরু করবে। ফাইনাল হবে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে ১৯ জুলাই।
জুরিখে ফিফা ২০২৬ বিশ্বকাপের এই সূচি ঘোষণা করেছে। তাদের ওয়েবসাইট থেকে এটা জানা গিয়েছে যে, আসন্ন বিশ্বকাপে মোট ১০৪টি খেলা হবে তিন দেশের ১৬টি শহরে। বিশ্বকাপে অংশ নেবে ৪৮টি দল। সংখ্যাটা বেড়েছে কারণ ৩২ থেকে এবার ৪৮টি দল করা হয়েছে।

আরও পড়ুন-উচ্চমাধ্যমিক পরীক্ষায় সব কেন্দ্রেই সিসি ক্যামেরা

মেক্সিকো ছাড়া এবারের বিশ্বকাপের বাকি দুটি আয়োজক দেশ হল কানাডা ও আমেরিকা। ১২ জুলাই কানাডা প্রথম ম্যাচ খেলবে টরন্টোতে। একই দিনে আমেরিকা প্রথম ম্যাচ খেলবে লস অ্যাঞ্জেলসে। মেক্সিকোয় এর আগে দু’বার বিশ্বকাপ হয়েছে। ১৯৭০ ও ১৯৮৬-তে এককভাবে বিশ্বকাপের আয়োজন করলেও এবার মেক্সিকো আমেরিকা ও কানাডার সঙ্গে যৌথ আয়োজক।

আরও পড়ুন-কৃত্রিম মানবভ্রূণ

কানাডা এর আগে মহিলা বিশ্বকাপ ও যুব স্তরের টুর্নামেন্ট করলেও এই প্রথম এমন মেগা টুর্নামেন্টের আয়োজন করবে। আমেরিকা অবশ্য ১৯৯৪-এর পর দ্বিতীয়বার বিশ্বকাপের দায়িত্ব পেয়েছে।
ফিফা জানিয়েছে, মায়ামি তৃতীয়স্থান নির্ধারক ম্যাচ করবে। সেমিফাইনাল হবে ডালাস ও আটলান্টায়। ডালাসে সবথেকে বেশি ৯টি ম্যাচ হবে। জানা গিয়েছে, উদ্বোধনী দিনে দুটি খেলা হবে মেক্সিকো সিটি ও গুয়াদালাজারায়। ফিফা সভাপতি ইনফ্যান্তিনো বলেছেন, অসাধারণ বিশ্বকাপ এখন আর স্বপ্ন নয়, সেটা বাস্তব। খেলোয়াড় ও সমর্থকরা এখন থেকেই বিশ্বকাপের পরিকল্পনা শুরু করতে পারেন।

Latest article