বালুরঘাটে সিসিইউ অ্যাম্বুল্যান্স পরিষেবা

তিনি বলেন টেন্ডার প্রক্রিয়া শেষ হয়ে গেলেই সিসিইউ অ্যাম্বুল্যান্সের পরিষেবা পাবেন। বালুরঘাটে বালুরঘাট পুরসভার একটি হাসপাতাল রয়েছে।

Must read

সংবাদদাতা, বালুরঘাট : বালুরঘাটবাসীকে সিসিইউ অ্যাম্বুল্যান্স পরিষেবা দিতে চলেছে পুরসভা। নতুন বছরের শুরুতেই মিলবে এই পরিষেবা। সিসিইউ অ্যাম্বুল্যান্স পরিষেবা চালুর বিষয়ে বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান অশোক মিত্র বলেন, সমস্ত প্রক্রিয়া কমপ্লিট করে আমরা বালুরঘাট পুরসভার পক্ষ থেকে টেন্ডার প্রক্রিয়া শুরু করেছি। তিনি বলেন টেন্ডার প্রক্রিয়া শেষ হয়ে গেলেই সিসিইউ অ্যাম্বুল্যান্সের পরিষেবা পাবেন। বালুরঘাটে বালুরঘাট পুরসভার একটি হাসপাতাল রয়েছে।

আরও পড়ুন-বড়দিনে রেকর্ড ভিড় সামলাতে দিঘায় প্রশাসনের একাধিক বিধিনিষেধ জারি

শহরের চকভবানী এলাকায় পুরসভার হাসপাতাল মাতৃসদন রয়েছে। এখানে একটি অ্যাম্বুল্যান্স রয়েছে। সেখানেই ব্যবহার করা হয়। রোগীদের প্রয়োজনে সেই অ্যাম্বুলেন্স বাইরে নিয়ে যাওয়া সম্ভব হয় না। একটি থাকলেও সেখানে সিসিইউ পরিষেবা ছিল না। ফলে হাসপাতাল থেকে রোগী বাইরে নিয়ে যাওয়া আসা নিয়ে সমস্যা দেখা দিত। তাই এবারে পুরসভার হাসপাতালেই সিসিইউ যুক্ত অ্যাম্বুল্যান্স পরিষেবা রাখার ব্যবস্থা করছে পুরসভা। শুধু হাসপাতাল নয়, শহরবাসীকেও পরিষেবা দেবে। ইতিমধ্যেই পুরসভা টেন্ডার প্রক্রিয়া শুরু করেছে। নতুন বছরেই অ্যাম্বুল্যান্স পরিষেবা শুরু হবে। এই সিসিইউ অ্যাম্বুল্যান্সে অক্সিজেন থেকে শুরু করে অত্যাধুনিক মানের সব পরিষেবা থাকবে।

Latest article