বড়দিনে রেকর্ড ভিড় সামলাতে দিঘায় প্রশাসনের একাধিক বিধিনিষেধ জারি

এবার টানা ছুটির জন্য বড়দিনে দিঘায় রেকর্ড ভিড় হবে অনুমান করে সামলাতে প্রস্তুত প্রশাসন। বেশি ভিড় হবে বলে অনুমান পুলিশ প্রশাসনের।

Must read

শান্তনু বেরা, দিঘা: এবার টানা ছুটির জন্য বড়দিনে দিঘায় রেকর্ড ভিড় হবে অনুমান করে সামলাতে প্রস্তুত প্রশাসন। বেশি ভিড় হবে বলে অনুমান পুলিশ প্রশাসনের। শনিবার রাজ্য সরকারি কর্মচারীদের ছুটি থাকায় টানা তিন দিনের ছুটি পেয়ে শনিবার সন্ধ্যা থেকেই দিঘায় পর্যটকদের সারি সারি গাড়ি আসা শুরু হয়। ফলে যানজট ও দূষণ-সহ সমুদ্রে দুর্ঘটনা এড়াতে বাড়তি উদ্যোগ নিয়েছে দিঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদ ও দিঘার পুলিশ। যানজট সমাধানে থাকছে ওয়ান ওয়ে ট্র্যাফিক ব্যবস্থা।

আরও পড়ুন-আজ নবদ্বীপে মহাপ্রভুর ভোগে ছানার কেক

এছাড়াও গুরুত্বপূর্ণ মোড়গুলিতে পুলিশের বাড়তি নজরদারি থাকছে। ওল্ড ও নিউ দিঘায় পার্কিংয়ের নির্দিষ্ট জায়গা করা হয়েছে। যত্রতত্র পার্কিং বা পিকনিকও করা যাবে না। নির্দিষ্ট পিকনিক স্পটেই রান্নাবান্না করতে হবে। ঝাউবাগান-সহ পিকনিক স্পটগুলিতেও পুলিশি নজরদারি থাকছে। সমুদ্রস্নানে অঘটন ঠেকাতে স্পিডবোটের মাধ্যমে নজরদারি চালাবে দিঘা মোহনা কোস্টাল পুলিশ। ওল্ড থেকে নিউ দিঘার সবকটি স্নানের ঘাটে নুলিয়াদের সংখ্যা বাড়ানো হচ্ছে। এছাড়াও থাকবে ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপ। ইভটিজিং রুখতে দিঘাজুড়ে থাকছে সাদা পোশাকের মহিলা পুলিশ। পর্যটকদের ভিড় উপচে পড়ায় হোটেলগুলির রুম ব্ল্যাকিং রুখতে বিশেষ নজরদারি চালাবে দিঘা শঙ্করপুর হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশন। সংগঠনের সম্পাদক বিপ্রদাস চক্রবর্তী বলেন, ‘কোনও পর্যটক এ নিয়ে অ্যাসোসিয়েশনে অভিযোগ জানালে সংশ্লিষ্ট হোটেলের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করব।’

আরও পড়ুন-রাহুলই কিপিং করবেন আগাম ইঙ্গিত দ্রাবিড়ের

এছাড়াও বড়দিন ও ইংরেজি নববর্ষ উদযাপনে ইতিমধ্যেই দিঘার ঢেউসাগর, অমরাবতী ও কাজলাদিঘি লেক পার্ক নতুনভাবে সেজেছে। কাজলাদিঘির টয়ট্রেন এবং অমরাবতীর রোপওয়ে পর্যটকদের কাছে বাড়তি আকর্ষণ। আর ঢেউসাগর পার্কে দেশিবিদেশি নানা বিনোদনী উপকরণ তো আছেই। দিঘা বিজ্ঞান কেন্দ্র, মেরিন অ্যাকোয়ারিয়মের মতো দ্রষ্টব্য স্থানগুলিও সেজে উঠেছে। পর্যটকদের মনোরঞ্জনে এই সময়ে হোটেল-লজগুলি ফি বছরের মতো নানা আকর্ষণীয় অনুষ্ঠানের আয়োজন করেছে। সেগুলি সেজেছে আলোকমালায়। পুজোয় দিঘায় আশানুরূপ ভিড় হয়নি। এই মরশুমে রেকর্ড সংখ্যক ভিড় হবে বলেই আশা হোটেল মালিকদের। দিঘা উন্নয়ন সংস্থার এক আধিকারিক বলেন, পিকনিকে প্লাস্টিক ও থার্মোকল বর্জনের আবেদন জানিয়ে প্রচার চলছে। পর্যটকদের জন্য পর্যাপ্ত পানীয় জল, শৌচালয়-সহ সব ব্যবস্থাই থাকছে। আজ বড়দিনে রেকর্ড ভিড় সামলাতে প্রস্তুত দিঘা।

Latest article