সস্ত্রীক হত সেনা সর্বাধিনায়ক

Must read

প্রতিবেদন : মর্মান্তিক৷ কল্পনাতেও ভাবা যায় না৷ দেশের সবচেয়ে সুরক্ষিত হেলিকপ্টারে চেপে​ও মৃত্যুর মুখোমুখি হতে হল সর্বোচ্চ সুরক্ষাকর্তাকে৷ সঙ্গে আরও অনেক সেনাকর্তা৷ রহস্য ঘনীভূত দুর্ঘটনা নিয়ে৷
বুধবার দুপুরবেলা তামিলনাড়ুর সুলুর সেনা ঘাঁটি থেকে ওয়েলিংটন সেনা ঘাঁটির উদ্দেশে রওনা দিয়েছিল চিফ অফ ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াতের হেলিকপ্টার। সঙ্গে স্ত্রী ও সেনাকর্তারা৷ সকাল ৯টায় দিল্লি থেকে সুলুর পৌঁছন ১১টায়৷ ১১.৪৫ মিনিটে ওয়েলিংটন সেনা ক্যাম্প থেকে কপ্টার ওড়ে৷ ১২টা ২০ মিনিটে ওয়েলিংটন থেকে ১৬ কিলোমিটার দূরে বিপিন রাওয়াত-সহ ১৪ জনকে নিয়ে কপ্টার ভেঙে পড়ে তামিলনাড়ুর নীলগিরির কুন্নুর জঙ্গলে৷

স্থানীয় সূত্রে খবর, প্রথমে হেলিকপ্টারে আগুন লেগে গিয়েছিল। তারপর সেটি ওই অবস্থাতেই এসে ধাক্কা খায় নীলগিরির গাছে। বিকট শব্দ। দাউ দাউ করে জ্বলতে থাকে দেশের সবচেয়ে সুরক্ষিত ও আধুনিক কপ্টার৷ ছুটে আসে উদ্ধারকারী দল৷ জঙ্গলের মধ্যে বলে অগ্নিনির্বাপণ যন্ত্র নিয়ে আসা সম্ভব হয়নি৷ স্থানীয়ভাবে জল এনে আগুন নেভানো শুরু হয়৷ ঘণ্টাখানেকের মধ্যেই একে একে দেহগুলি উদ্ধার শুরু হয়৷ সকলের দেহই ঝলসে গিয়েছিল৷ স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ ১১ জনের মৃত্যুর খবর আগেই জানিয়ে দেওয়া হয়েছিল৷ বিপিন ও তাঁর স্ত্রী মধুলিকার মর্মান্তিক মৃত্যুর খবর সরকারিভাবে জানানো হল ​বিকেল ৫টায়৷ একমাত্র জীবিত বরুণ সিং হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই করছেন৷ সংসদ ভবনে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রতিরক্ষামন্ত্রী বৈঠক করার পর বিপিনের স্থলাভিষিক্ত কে হবেন তা কয়েকদিনের মধ্যেই সরকার জানিয়ে দেবে৷

আরও পড়ুন : মুখ্যমন্ত্রীর নির্দেশে হিলি পরিদর্শন

মৃত্যু মিছিলের প্রথম খবর আসে নীলগিরি জেলার কালেক্টর এস পি অমৃত মারফত। তিনি সংবাদমাধ্যমকে জানান, হেলিকপ্টারে থাকা ১৪ জনের মধ্যে ১১ জনের মৃত্যু হয়েছে। হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই করছেন গ্রুপ ক্যাপ্টেন বরুণ সিং৷ বুধবার দুপুরে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে প্রতিরক্ষামন্ত্রী সস্ত্রীক বিপিনের মৃত্যুর খবর দেন৷ বৈঠক থেকে বেরিয়ে প্রতিরক্ষামন্ত্রী সেনা অফিসারদের সঙ্গে বৈঠকের পর বায়ুসেনা প্রধান এয়ার চিফ মার্শাল বিবেক রাম চৌধুরীকে দুর্ঘটনাস্থলে যেতে বলেন। চারটে নাগাদ দিল্লির কামরাজ মার্গে বিপিন রাওয়াত-এর সরকারি বাসভবনে যান প্রতিরক্ষামন্ত্রী৷ সেখানে রাওয়াতের পরিজনদের সঙ্গে দেখা করে মৃত্যুর খবর দেন। সন্ধ্যা ৬.০৬ মিনিটের ট্যুইটে প্রতিরক্ষামন্ত্রী সরকারিভাবে মৃত্যুর খবর দেন। জানান, ভারতের প্রথম সেনা সর্বাধিনায়ক নেই। এই লড়াইয়ে তিনি হেরে গিয়েছেন।

অনেক আবেগের মধ্যেও বিপিন রাওয়াতের মৃত্যু রেখে যাচ্ছে বড় প্রশ্ন। যে হেলিকপ্টারে এত বড় দুর্ঘটনা ঘটেছে, সেটি জলে, স্থলে, অন্তরীক্ষে অনায়াসে উড়তে পারে৷ ইঞ্জিন খারাপ হলেও ভাসতে পারে৷ পাইলট ছাড়াও কপ্টার উড়তে পারে৷ সেই কপ্টারে কী করে এই দুর্ঘটনা ঘটল সে নিয়ে রহস্য তৈরি হয়েছে৷ নেহাতই ​যান্ত্রিক ত্রুটি, নাকি এর পিছনে অন্য কোনও রহস্য রয়েছে যা তদন্ত করলে প্রকাশ্যে আসবে৷ বায়ুসেনার তরফে ইতিমধ্যেই নির্দেশও দেওয়া হয়েছে গোটা ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের। ভারতীয় বায়ুসেনা ট্যুইট করে জানিয়েছে, অত্যন্ত দুঃখের সঙ্গে আমাদের জানাতে হচ্ছে জেনারেল বিপিন রাওয়াত ও তাঁর স্ত্রী মধুলিকা রাওয়াত ও হেলিকপ্টারের অন্য ১১ জন ব্যক্তির এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে।

Latest article