ত্রিপুরায় তৃণমূলের চব্বিশতম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

তৃণমূলের (Tmc) যুব শাখার উদ্যোগে বনমালিপুরের ক্যাম্প অফিসে জাতীয় পতাকার সঙ্গেই দলীয় পতাকা উত্তোলন করেন ত্রিপুরার তৃণমূলের কনভেনর সুবল ভৌমিক

Must read

বাংলার পাশাপাশি ত্রিপুরায় (Tripura) পালিত হল তৃণমূলের চব্বিশতম প্রতিষ্ঠা বার্ষিকী। তৃণমূলের (Tmc) যুব শাখার উদ্যোগে বনমালিপুরের ক্যাম্প অফিসে জাতীয় পতাকার সঙ্গেই দলীয় পতাকা উত্তোলন করেন ত্রিপুরার তৃণমূলের কনভেনর সুবল ভৌমিক (Subal Bhoumik)। এদিন সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে পিছিয়ে পড়া মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুব কনভেনর বাপ্টু চক্রবর্তী।

আরও পড়ুন-কোভিড আক্রান্ত অরূপ বিশ্বাস, ভর্তি বেসরকারি হাসপাতালে

এরপরে দলের যুব শাখার উদ্যোগে হোটেল মার্সে এক মেগা রক্তদান শিবিরের আয়োজন করা হয়। সেখানে রক্তদান করেন তৃণমূলের কর্মী-সমর্থকরা। তৃণমূল কংগ্রেসের যুবশাখার পক্ষ থেকে এর আয়োজন করা হয়। ইউথ স্টিয়ারিং কমিটির সদস্য ড. মৃণালকান্তি দেবনাথ, যুবনেতা বিক্রমজিৎ ভৌমিক, অরুণাভ ভট্টাচার্য ছিলেন মূল উদ্যোক্তা। তাঁরা জানিয়েছেন, দলের পক্ষে এমন সমাজসেবামূলক কর্মকাণ্ড চলতেই থাকবে।

একই সঙ্গে ত্রিপুরার সব জেলা অফিসে যথাযোগ্য মর্যাদায় প্রতিষ্ঠাদিবস উদযাপিত হয়। এই আয়োজনকে কেন্দ্র করে জনগণের উৎসাহ-উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। রীতিমতো উৎসবের মেজাজে প্রতিষ্ঠাদিবস পালন করা হয় রাজ্যের সর্বত্র।

Latest article