রাজ্যপাল (Governor) সংক্রান্ত কোনো ইস্যু নিয়ে সংসদে (Parliament) আলোচনা করতে চায়না কেন্দ্রীয় সরকার। পশ্চিমবঙ্গের পর এবার তামিলনাড়ুর রাজ্যপাল আরএন রবির নিট (NEET) সংক্রান্ত সিদ্ধান্তের বিষয়ে আলোচনার দাবি জানিয়েছিল তামিলনাড়ু সাংসদরা। কিন্তু রাজ্যপাল সংক্রান্ত কোনো ইস্যুতেই আলোচনার অনুমতি দেননি চেয়ারম্যান। আর এই সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে, শুক্রবার ডিএমকে (DMK), তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) এবং কংগ্রেস (Congress) সদস্যরা রাজ্যসভা থেকে ওয়াকআউট করেন।
সংসদের উচ্চকক্ষে, বিষয়টি উত্থাপন করে, তামিলনাড়ুর (Tamil Nadu) ডিএমকে সাংসদ তিরুচি শিবা এবং তার দলের সদস্যরা হাউসের ওয়েলেও নামেন। উল্লেখ্য কিছুদিন আগেই কেন্দ্রীয় মেডিক্যাল প্রবেশিকা পরীক্ষার পরিবর্তে নিজস্ব মেডিক্যাল প্রবেশিকা পরীক্ষা করতে চেয়ে, বিধানসভায় একটি বিল পাশ করিয়েছে তামিলনাড়ু সরকার। কিন্তু সে রাজ্যের রাজ্যপাল (Governor) আর এন রবি বিলটিতে ছাড়পত্র দেননি। সেটা নিয়েই এদিন আলোচনার দাবি জানিয়েছিলেন তামিলনাড়ুর সাংসদরা (Tamil Nadu MPS)। কিন্তু,সেই আলোচনার অনুমতি দেওয়া হয়নি চেয়ারম্যানের পক্ষ থেকে বলে অভিযোগ।
আরও পড়ুন: শীতকালীন অলিম্পিকে চিনের রাজনীতি!
প্রসঙ্গত, পশ্চিমবঙ্গের রাজ্যপাল জাগদীপ ধনকড় (Governor Jagdeep Dhankhar) এর,অপসারণের দাবিতে ইতিমধ্যেই সংসদে (Parliament) বারবার সরব হয়েছে তৃণমূল কংগ্রেস। প্রসঙ্গ উত্থাপন করা হয়েছে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর কাছেও।যদিও তাতে কোনো সুরাহা মেলেনি।
শুক্রবার, ডিএমকে, কংগ্রেসের সঙ্গে ওয়াকআউট করে বেরিয়ে আসার পর তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ সুখেন্দুশেখর রায় (Sukhendu Sekhar Roy) জানান, ” তামিলনাড়ুর শিক্ষা দপ্তরের নিট সংক্রান্ত বিষয় নিয়ে, তারা বিষয়টি রাজ্যসভাতে তুলেছিল। আমরাও সরব হই। আমাদের বক্তব্য, পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনকড়ও অনেক গুরুত্বপূর্ণ ফাইল আটকে রেখেছেন। আমরাও ডিএমকে এবং কংগ্রেসের সঙ্গে ওয়াকআউট করি।”