সংবাদদাতা, দুর্গাপুর : ধারাবাহিক বিক্ষোভ-আন্দোলনের মধ্যেই প্রায় চুপিসারে রাষ্ট্রায়ত্ত ফেরো স্ক্র্যাপ নিগম লিমিটেড কারখানাটি বিক্রির প্রাথমিক প্রক্রিয়া অনেকখানি এগিয়ে রাখল কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার। ইতিমধ্যেই অধিগ্রহণে আগ্রহী বেশ কয়েকজন শিল্পপতি কারখানাটি পরিদর্শন করে গিয়েছেন। বিশেষ সূত্রে জানা গিয়েছে, এই কারখানার মালিকানা পেতে আগ্রহী মোদিঘনিষ্ঠ কয়েকজন শিল্পপতিও।
আরও পড়ুন-পুলিশের গাড়িতে আগুন লাগানোর ভিডিও শেয়ার করে ক্ষোভপ্রকাশ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
তাঁদেরই কেউ কেউ দুর্গাপুর ইস্পাত কারখানার ভিতরে অবস্থিত এই রাষ্ট্রায়ত্ত কারখানাটি দেখে গিয়ে ইতিমধ্যে দরপত্রও জমা দিয়েছেন। তবে কোনও অবস্থাতেই বিলগ্নীকরণ কিংবা বেসরকারীকরণ করতে দেওয়া হবে না বলে তৃণমূলের শ্রমিক সংগঠনের পক্ষ থেকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। কোনও শিল্পপতি যাতে কারখানায় ঢুকতে না পারেন, তা সুনিশ্চিত করতে সোমবার সকাল থেকেই কারখানার মূল প্রবেশদ্বারে দফায় দফায় পিকেটিং শুরু করেন আইএনটিটিইউসি-র কর্মী-সমর্থকেরা। শ্রমিকনেতা প্রভাত চট্টোপাধ্যায়ের নেতৃত্বে শুরু হওয়া আন্দোলনরত শ্রমিক-কর্মীরা বলেন, কর্পোরেট-বান্ধব মোদি সরকারের জনবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে আমাদের লড়াই আন্দোলন জারি থাকবে।
প্রয়োজনে প্রাণ দেব, কিন্তু কোনও অবস্থাতেই কারখানা বেসরকারীকরণ করতে দেব না। প্রভাত বলেন, কেন্দ্র সরকার প্রতিটি লাভজনক সংস্থাকে হয় বন্ধ করে দিচ্ছে, নয় কয়েকজন পেটোয়া শিল্পপতিকে জলের দরে বেচে দিচ্ছে। এর আগে অ্যালয় স্টিল প্ল্যান্টও বিক্রি করে দেওয়ার চক্রান্ত করেছিল। তৃণমূলের লাগাতার আন্দোলনে সেই চক্রান্ত প্রতিহত করা সম্ভব হয়েছে। কেন্দ্র এখন লাভজনক রাষ্ট্রায়ত্ত এনএসপিসিএলের দিকেও হাত বাড়িয়েছে।