‘বাংলা’ প্রস্তাব পেয়েছে কেন্দ্র

পাশাপাশি, ঐতিহ্যবাহী জায়গার নাম বদলানো সংক্রান্ত নির্দেশিকায় কোনওরকম বদল কেন্দ্র এনেছে কি না তাও জানতে চাওয়া হয়।

Must read

নয়াদিল্লি : পশ্চিমবঙ্গের নাম বদলে ‘বাংলা’ করার প্রস্তাব পেয়েছেন। কিন্তু এই বিষয়ে এখন কী সিদ্ধান্ত হয়েছে, তা জানালেন না স্বরাষ্ট্রমন্ত্রকের প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই। মঙ্গলবার লোকসভায় তৃণমূল সাংসদ সাজদা আহমেদের লিখিত প্রশ্নের জবাবে কেন্দ্রীয় মন্ত্রী জানান, পশ্চিমবঙ্গ সরকারের তরফে রাজ্যের নাম বদলানোর প্রস্তাব তাঁরা পেয়েছেন। বাংলা, ইংরেজি এবং হিন্দি— তিন ভাষাতেই রাজ্যের নাম বদলে বাংলা করার প্রস্তাব দেওয়া হয়েছে। তবে, এই বিষয়ে কী সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা সরাসরি জানাননি মন্ত্রী। তৃণমূল সাংসদ সাজদা আহমেদ লোকসভায় জানতে চান, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে দেশের বিভিন্ন শহরের নাম বদলাতে চেয়ে যে প্রস্তাব জমা পড়েছে সে বিষয়ে তারা কী পদক্ষেপ করছে?

আরও পড়ুন-তেলেই বিপুল আয় কেন্দ্রের

পাশাপাশি, ঐতিহ্যবাহী জায়গার নাম বদলানো সংক্রান্ত নির্দেশিকায় কোনওরকম বদল কেন্দ্র এনেছে কি না তাও জানতে চাওয়া হয়। জবাবে স্বরাষ্ট্র দফতরের প্রতিমন্ত্রী জানান, গত পাঁচ বছরে শহরের নাম বদলানোর যত প্রস্তাব তাঁদের কাছে এসেছিল তার সবক’টিতেই ছাড়পত্র দেওয়া হয়েছে। ঐতিহ্যবাহী এলাকার নাম বদলানোর নির্দেশিকাতেও কোনও বদল আনেনি কেন্দ্রীয় সরকার। পশ্চিমবঙ্গ সরকারের তরফে রাজ্যের নাম বদলানোর প্রস্তাবও তাঁদের কাছে এসেছে হলে জানান নিত্যানন্দ রাই। যদিও ওই প্রস্তাব নিয়ে কী পদক্ষেপ করা হচ্ছে তা স্পষ্ট করেনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক।

Latest article