প্রতিবেদন : গোটা দেশে কয়েক লক্ষ মামলা বিচারাধীন অবস্থায় পড়ে রয়েছে। বেশিরভাগ ক্ষেত্রেই অভিযোগ ওঠে, যথেষ্ট সংখ্যক বিচারক ও বিচারপতি না থাকার কারণে মামলার পাহাড় জমছে। কিন্তু বিচারপতি নিয়োগ প্রক্রিয়ায় কার্যত বাধা হয়ে দাঁড়িয়েছে নরেন্দ্র মোদি সরকার। মোদি সরকারের এই গয়ংগচ্ছ মনোভাবের কড়া সমালোচনা করল সুপ্রিম কোর্ট।
আরও পড়ুন-রাজপরিবারের আপত্তি
শীর্ষ আদালতের বিচারপতি সঞ্জয় সঞ্জয় কিষাণ কাউল এবং বিচারপতি এএস ওকার বেঞ্চ সাফ জানায়, হাইকোর্টে বিচারপতি নিয়োগে কেন্দ্রের অকারণ বিলম্ব কখনওই গ্রহণযোগ্য নয়। বিচারক নিয়োগে বিলম্বের ঘটনায় শুক্রবার কেন্দ্রীয় আইন সচিবকে নোটিশ পাঠিয়েছে সুপ্রিম কোর্ট। বিভিন্ন হাইকোর্টে বিচারপতি নিয়োগের জন্য সুপ্রিম কোর্টের কলেজিয়াম বেশ কয়েকজন বিচারপতির নাম সুপারিশ করে। কিন্তু বেশ কিছুদিন ধরেই সেই সুপারিশ পড়ে আছে আইনমন্ত্রকে। তাই ক্ষুব্ধ সুপ্রিম কোর্ট৷