সংবাদদাতা, আলিপুরদুয়ার : আজ বিশ্ব আদিবাসী দিবসে (World Tribal Day) আলিপুরদুয়ার (Alipurduar) জেলায় একদিনে জেলার ১০ হাজার আদিবাসী মানুষের হাতে তুলে দেওয়া হবে সরকারি প্রকল্পের শংসাপত্র। তুলে দেবে জেলা প্রশাসন। এছাড়াও তিনটি চা-বাগানের শ্রমিকদের হাতে তুলে দেওয়া হবে ২৫০টি ধামসা মাদল। জয় জোহার, কন্যাশ্রী, লক্ষ্মীর ভাণ্ডার, বন্ধু, জাতিগত শংসাপত্র ও আদিবাসী মহিলা স্বনির্ভর গোষ্ঠীগুলিকে ঋণ প্রদান সহ আরও বিভিন্ন সরকারি পরিষেবা প্রদান করা হবে তাদের। বিশ্ব আদিবাসী দিবস উপলক্ষে সরকারি পরিষেবার পাশাপাশি জেলার তিনটি চা-বাগানে জেলা প্রশাসন থেকে ২৫০টি ধামসা মাদলও দেওয়া হবে আদিবাসী সংস্কৃতির প্রসারে। পঞ্চায়েত ভোটে আদিবাসী (World Tribal Day) অধ্যষিত চা-বলয়ে তৃণমূল নজরকাড়া ফল করেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে চা-শ্রমিকদের বিপুল উন্নয়নের ফলেই এসেছে এই জয়। তৃণমূলের জেলা সভাপতি প্রকাশচিক বড়াইক বলেন, মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় (CM Mamata Banerjee) চা-শ্রমিকদের উন্নয়নে একের পর এক ঐতিহাসিক প্রকল্প চালু করে চলেছেন।
আরও পড়ুন- ঝাড়গ্রামে অনুষ্ঠানের আগের দিন হালকা মেজাজে মুখ্যমন্ত্রী