প্রয়াত পদ্মবিভূষণ প্রাপ্ত ওবেরয় গ্রুপের পৃথ্বী রাজ সিং

ভারতীয় হোটেল শিল্পের পথপ্রদর্শক তিনি। হোটেল ব্যবসাকে ভারতে নতুন দিশা দেখিয়েছিলেন তিনি। পদ্মবিভূষণ পুরস্কারে ভূষিত হয়েছেন পৃথ্বীরাজ সিং ওবেরয়

Must read

মঙ্গলবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বর্ষীয়ান ব্যবসায়ী পৃথ্বী রাজ সিং ওবেরয় (Prithvi Raj Singh Oberoi)। ভারতীয় হোটেল শিল্পের পথপ্রদর্শক তিনি। হোটেল ব্যবসাকে ভারতে নতুন দিশা দেখিয়েছিলেন তিনি। পদ্মবিভূষণ পুরস্কারে ভূষিত হয়েছেন পৃথ্বীরাজ সিং ওবেরয়। জানা গিয়েছে, পৃথ্বী রাজ সিং ওবেরয়ের শেষকৃত্য আজ মঙ্গলবার বিকেলে সম্পন্ন করা হবে। ওবেরয় গ্রুপের যে কেউ বা তাঁর পরিচিত যে কেউ শেষকৃত্যে অংশ নিতে পারবেন। হোটেল ও কর্পোরেট অফিসেও তার আত্মার শান্তি কামনা করা হবে। তাঁর প্রয়াণ ওবেরয় গ্রুপ এবং সমগ্র বিশ্বের হোটেল শিল্পের জন্য বড় ক্ষতি।

আরও পড়ুন-দণ্ডসংহিতা নিয়ে ৮৫ পাতার আপত্তি পেশ করলেন ডেরেক

পৃথ্বী রাজ সিং ওবেরয় ২০২২ সালে ইআইএইচ লিমিটেডের এক্সিকিউটিভ চেয়ারম্যান ও ইআইএইচ অ্যাসোসিয়েটেড হোটেলস লিমিটেডের চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেছিলেন। সামগ্রিকভাবে হোটেল ব্যবসার প্রসারের ক্ষেত্রে তাঁকে বিশেষ কৃতিত্ব দেওয়া হয়েছে। বিভিন্ন দেশে বিলাসবহুল হোটেল চালানো ছাড়া পিআরএস ওবেরয় হোটেল এবং রিসোর্টের উন্নতির ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। ২০০৮ সালে জানুয়ারিতে দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার পদ্মবিভূষণে সম্মানিত করা হয় তাঁকে। তিনি লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পান ইন্টারন্যাশনাল লাক্সারি ট্রাভেল মার্কেটের তরফে। পর্যটন ক্ষেত্রে তাঁর দক্ষতা, দূরদর্শীতা, দৃষ্টিভঙ্গি ও ব্যবসা উন্নতিতে অবদানের জন্য তিনি এই পুরস্কার পান।

আরও পড়ুন-বাজি থেকে বিপত্তি, বিহারগামী ট্রেনে বাজি থেকে আগুন

তাঁর প্রয়াণে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের এক্স হ্যান্ডেলে শোকপ্রকাশ করেছেন। তিনি লেখেন, ‘ওবেরয় গ্রুপের চেয়ারম্যান পদ্মবিভূষণ পিআরএস ওবেরয়ের মৃত্যুতে আমি শোকাহত। তিনি দার্জিলিং-এ প্রশিক্ষিত ছিলেন এবং তাঁর কৃতিত্বগুলি পশ্চিমবঙ্গের সাথে অঙ্গাঙ্গীকভাবে জড়িত। সামগ্রিকভাবে তাঁর মৃত্যু এক অপূরণীয় ক্ষতি। তাঁর পরিবার, বন্ধুবান্ধব ও ভক্তদের প্রতি আমার সমবেদনা।’

 

Latest article