আজ নৈহাটির বড়মা কালী মন্দিরে পুজো দিতে যাবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

নৈহাটির (Naihati) বড়মা কালী মন্দিরে আজ ১৪ই নভেম্বর পুজো দিতে যাবেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)

Must read

নৈহাটির (Naihati) বড়মা কালী মন্দিরে আজ ১৪ই নভেম্বর পুজো দিতে যাবেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। যদিও বড়মা মন্দির কমিটির তরফে এই নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি তবে নিজের সোশ্যাল হ্যান্ডেলে মঙ্গলবার নৈহাটি যাওয়ার কথা জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ডায়মন্ডহারবারের সাংসদের সফর ঘিরে জেলা প্রশাসনের অন্দরে তৎপরতা তুঙ্গে।

আরও পড়ুন-আজ নৈহাটির বড়মা কালী মন্দিরে পুজো দিতে যাবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

এই বছর শতবর্ষে বড়মা। নৈহাটির বড়মার ভক্ত সংখ্যা প্রচুর। নৈহাটির অরবিন্দ রোডে তৈরি করা হয়েছে বড়মার বিশাল মন্দির। সেই মন্দিরে কষ্টি পাথরের দেবীমূর্তি প্রতিষ্ঠা করা হয়েছে। ১০০ ভরি সোনার গয়না মাতৃমূর্তিকে পরানো হয়েছে। মন্দিরের উদ্বোধনে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক যাওয়ার জল্পনা থাকলেও তিনি যান নি।

আরও পড়ুন-প্রয়াত পদ্মবিভূষণ প্রাপ্ত ওবেরয় গ্রুপের পৃথ্বী রাজ সিং

আজ  অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বড়মার কাছে আসার কথা জানান রাজ্যের সেচমন্ত্রী তথা নৈহাটির তৃণমূল বিধায়ক পার্থ ভৌমিক। তিনি বলেন, ‘আজ অভিষেক বন্দ্যোপাধ্যায় বড়মার মন্দিরে পুজো দিতে আসবেন। বিকেল তিনটে থেকে চারটের মধ্যে তিনি এখানে আসবেন বলেই আমরা জানতে পেরেছি।’

Latest article