সংবাদদাতা, কোচবিহার : কর্মীদের কাজে গতি আনতে কৌশলী কায়দা উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার। কর্মীরা ঠিকঠাক কাজ করছে কি না, খতিয়ে দেখতে আচমকাই দিনহাটা ডিপো পরিদর্শন করেন সংস্থার চেয়ারম্যান পার্থপ্রতিম রায়। আরও কম সময়ের ব্যবধানে কোচবিহার-দিনহাটা রুটে যাত্রীদের বাস পরিষেবা দিতে বিশেষ উদ্যোগ গ্রহণ করতে চলেছে উত্তরবঙ্গ রাষ্ট্রের পরিবহণ সংস্থা।
আরও পড়ুন-শ্রম কোডের সমালোচনায় ঋতব্রত
সেজন্য দিনহাটা ডিপোর আরও কতটা পরিকাঠামোগত উন্নয়ন প্রয়োজন সে ব্যাপারে পরিবহণ কর্মীদের সঙ্গে আলোচনা করেছে সংস্থা। কোচবিহার-দিনহাটা রুটে এখন নিয়মিত ৩২টি বাস চলছে। কোচবিহার জেলার অন্য ডিপোগুলোর মধ্যে দিনহাটা ডিপো যথেষ্ট গুরুত্বপূর্ণ। বৃহস্পতিবার দিনহাটা ডিপো পরিদর্শন করে এই রুটে আরও বাস চালানোর ইঙ্গিত দিয়েছেন চেয়ারম্যান পার্থপ্রতিম রায়। তিনি জানান, আরও নতুন বাস পেলে যাত্রীদের চাহিদা বুঝে এই রুটে আরও বাস চলাচল করবে। দ্রুত কাজ শেষ করার জন্য কর্মীদের মধ্যে কাজে গতি আনতে দিনহাটা ডিপোয় সারপ্রাইজ ভিজিট করেন। কর্মীরা সঠিক সময়ে অফিসে আসছেন কি না সে ব্যাপারেও খোঁজ নিয়েছেন চেয়ারম্যান।