শ্রম কোডের সমালোচনায় ঋতব্রত

বৃহস্পতিবার মালবাজারে তৃণমূল চা-শ্রমিক ইউনিয়নের উদ্যোগে ধারাবাহিক প্রশিক্ষণ শিবিরে কেন্দ্রের বিজেপিকে কার্যত এক হাত নিলেন তিনি।

Must read

সংবাদদাতা, শিলিগুড়ি : বিজেপি পোস্টার দিচ্ছে পশ্চিমবঙ্গে কেন শ্রম কোড চালু হচ্ছে না? এই প্রসঙ্গে বিজেপির দিকে পাল্টা ঝাঁঝালো প্রশ্ন ছুঁড়ে দিলেন আইএনটিটিইউসির রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার মালবাজারে তৃণমূল চা-শ্রমিক ইউনিয়নের উদ্যোগে ধারাবাহিক প্রশিক্ষণ শিবিরে কেন্দ্রের বিজেপিকে কার্যত এক হাত নিলেন তিনি।

আরও পড়ুন-কৃষি অধিকর্তার তৈরি যন্ত্র গতি আনছে চাষে

বলেন, শ্রম কোড চালুু হলে তো শ্রমিকদের ৮ ঘণ্টার জায়গায় ১২ ঘণ্টা কাজ করতে হবে। তাহলে বিজেপিকে আগে পরিষ্কার হতে হবে তারা শ্রমিকদের ৮ ঘণ্টা নাকি ১২ ঘণ্টা কাজের পক্ষে। বাগান অধিগ্রহণ, পিএফ-সহ একের একের এক বঞ্চনার তালিকা রয়েছে কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে। তারপরেও তারা থামছে না, বরং শ্রমিকদের একের পর এক বিপাকে ফেলার চেষ্টা করছে। তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চা-শ্রমিকদের পাশে আছেন। শ্রমিকদের স্বার্থে তিনি কখনওই পশ্চিমবঙ্গে শ্রম কোড চালু করতে দেবেন না।

আরও পড়ুন-জেলা পরিষদের উদ্যোগে নতুন বছরে পাকা রাস্তা প্রত্যন্ত গ্রামে

এরপর তিনি বলেন, ওরা চা-শ্রমিকদের ঠকানোর খেলায় নেমেছে। এদিন চা-বাগান শ্রমিক ইউনিয়নের ধারাবাহিক কর্মসূচি নিয়ে মালবাজারের শিবিরের পর শিলিগুড়িতে একটি সাংবাদিক বৈঠক করেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। এখানে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন আইটিটিইউসির দার্জিলিং জেলা (সমতল) সভাপতি নির্জল দে। এই সাংবাদিক বৈঠকে ঘোষণা করা হয় আইএনটিটিইউসির উদ্যোগে ৩ ফেব্রুয়ারি কোচবিহারে এনবিএসটিসির কর্মী সম্মেলন অনুষ্ঠিত হবে।

Latest article