কৃষি অধিকর্তার তৈরি যন্ত্র গতি আনছে চাষে

এই হাতলগুলো জমির মধ্যে সঠিকভাবে বীজগুলোতে জল পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে। যার ফলে শস্য অনেক বেশি পরিমাণে উৎপাদিত হয়।

Must read

সংবাদদাতা, রায়গঞ্জ : কৃষি অধিকর্তারা সরকারি পদ্ধতিতে চাষাবাদ করতে কৃষকদের উৎসাহিত করে থাকেন। তবে জেলার ইসলামপুরের কৃষি অধিকর্তা শ্রীকান্ত সিনহা তাঁর এলাকার ভুট্টা চাষিদের জন্য এক নতুন ধরনের যন্ত্র আবিষ্কার করে ফারাক গড়েছেন। আলু এবং ধান চাষের ক্ষেত্রেও এই যন্ত্র খুবই সফলভাবে কৃষকদের জন্য উৎকৃষ্ট হয়েছে। মূলত একটি লোহার দণ্ডের উপর দশটি আলাদা হাতল করে বীজ বপনের জন্য ব্যবহার করা হয়।

আরও পড়ুন-জেলা পরিষদের উদ্যোগে নতুন বছরে পাকা রাস্তা প্রত্যন্ত গ্রামে

এই হাতলগুলো জমির মধ্যে সঠিকভাবে বীজগুলোতে জল পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে। যার ফলে শস্য অনেক বেশি পরিমাণে উৎপাদিত হয়। নতুন এই যন্ত্রটির নাম দেওয়া হয়েছে শ্রীকান্ত সিনহা বোরিং। এবারের এই যন্ত্রের মাধ্যমে ২৭০ একর জমিতে ভুট্টা চাষ করে ব্যাপক লাভের মুখ দেখেছেন চাষিরা। কমেছে ফসলের জন্য শ্রমিক খরচ। কৃষি অধিকর্তা বলেন, ছোট থেকেই কৃষিবিদ হওয়ার ইচ্ছে ছিল। সেইমতোই চেষ্টা করেছি। এবার কৃষকদের জন্য তৈরি করলাম নতুন যন্ত্র।

Latest article