জেলা পরিষদের উদ্যোগে নতুন বছরে পাকা রাস্তা প্রত্যন্ত গ্রামে

কাজের সূচনা করেন কোচবিহার জেলা পরিষদের সহকারী সভাধিপতি আব্দুল জলিল আহমেদ, তৃণমূল কংগ্রেস কাউন্সিলর ও জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক

Must read

সংবাদদাতা, কোচবিহার : নতুন বছরে পাকা রাস্তা পেতে চলেছে পানিশালা গ্রাম। কোচবিহারের গ্রামীণ যোগাযোগ আরও সুন্দর করে তুলতে তৃণমূল কংগ্রেস পরিচালিত কোচবিহার জেলা পরিষদের উদ্যোগে শুরু হয়েছে পাকা রাস্তা তৈরির কাজ৷ বৃহস্পতিবার প্রায় চার কিলোমিটার পাকা রাস্তার কাজের সূচনা হল।

আরও পড়ুন-তৃণমূলের প্রতি.বাদ সভায় সোচ্চার মন্ত্রী, গুন্ডা.গিরির কাছে মাথা নোয়াবে না সবং, বিজেপি-সিপিএম হার্মা.দদের হুঁশি.য়ারি

কাজের সূচনা করেন কোচবিহার জেলা পরিষদের সহকারী সভাধিপতি আব্দুল জলিল আহমেদ, তৃণমূল কংগ্রেস কাউন্সিলর ও জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক। জেলা পরিষদের সহকারী সভাধিপতি আব্দুল জলিল আহমেদ জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গ্রামের উন্নয়নে বাড়তি গুরুত্ব দিয়েছেন। তাই জেলা পরিষদ গ্রামের কাঁচা রাস্তাগুলি পাকা করার উদ্যোগ নিয়েছে৷ তৃণমূল কংগ্রেস কাউন্সিলর ও জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক জানান, গ্রামবাসীদের দীর্ঘদিনের আশাপূরণ হল। বর্ষায় এই গ্রামের মানুষের আর কোনও ভোগান্তি থাকবে না। জানা গেছে কোচবিহার জেলা পরিষদের উদ্যোগে দুই কোটি ৪০ লক্ষ টাকা ব্যয়ে হবে এই চার কিলোমিটার পাকা রাস্তা৷ ধাইয়ের হাট হাইমাদ্রাসা থেকে কাশিয়াবাড়ি গোরস্থান পর্যন্ত এই পাকা রাস্তা নির্মিত হবে৷ দ্রুত গতিতে কাজ যাতে শেষ হয় সে বিষয়ে উদ্যোগ নিয়েছে জেলা পরিষদ৷

Latest article