বৃষ্টির সম্ভাবনা বেশ কিছু এলাকায়, কবে বাড়বে তাপমাত্রা

দক্ষিণবঙ্গের বাকি জেলায় রবিবার বৃষ্টির সম্ভাবনা কম। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রবিবার থেকে দিনের তাপমাত্রা বাড়বে, রাতের তাপমাত্রা ক্রমশ বাড়বে

Must read

প্রতিবছরই মার্চ মাস থেকে গরম পড়তে শুরু করে। কিন্তু এবছর ঝড় বৃষ্টির দাপটে আবহাওয়া বেশ আরামদায়ক। মাঝেমধ্যেই বৃষ্টির ফলে স্বস্তি পেয়েছে রাজ্যবাসী। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী এপ্রিলে তীব্র গরম পাবে গোটা রাজ্য। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে আগামী কয়েক ঘন্টায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে। ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।

আরও পড়ুন-প্রয়াত প্রাক্তন ভারতীয় অলরাউন্ডার সেলিম দুরানি

উত্তরবঙ্গের পাঁচ জেলায় আজও ঝড়-বৃষ্টির সম্ভাবনা। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি জেলাতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টায় গতিবেগের ঝোড়ো হাওয়া। বজ্রপাতের আশঙ্কা রয়েছে। আগামিকাল থেকে ঝড়ের সম্ভাবনা অনেকটাই কমবে। দার্জিলিংয়ে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা।

আরও পড়ুন-সুরেশ রায়নার আত্মীয়র খুনে অভিযুক্ত দুষ্কৃতীর এনকাউন্টার যোগী রাজ্যে

দক্ষিণবঙ্গের বাকি জেলায় রবিবার বৃষ্টির সম্ভাবনা কম। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রবিবার থেকে দিনের তাপমাত্রা বাড়বে, রাতের তাপমাত্রা ক্রমশ বাড়বে ।

Latest article