প্রয়াত প্রাক্তন ভারতীয় অলরাউন্ডার সেলিম দুরানি

তিনি গুজরাতের জামনগরে ভাই জাহাঙ্গির দুরানির সঙ্গেই থাকতেন। নিজের বাড়িতে এই বছরের জানুয়ারিতে পড়ে যান দুরানি।

Must read

আজ রবিবার, ২ এপ্রিল ভারতীয় ক্রিকেট দলের (Indian Cricket Team) প্রাক্তন তারকা অলরাউন্ডার সেলিম দুরানি (Salim Durani) প্রয়াত হলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৮ বছর। ভারতের হয়ে ২৯টি টেস্ট ম্যাচে ২৫.০৪ গড়ে ১২০২ রান করেছেন। এছাড়া ৭৫টি উইকেট নিয়েছিলেন দুরানি। তিনবার পাঁচ উইকেট নেওয়ার কৃতিত্ব রয়েছে তার ঝুলিতে।

আরও পড়ুন-সুরেশ রায়নার আত্মীয়র খুনে অভিযুক্ত দুষ্কৃতীর এনকাউন্টার যোগী রাজ্যে

তিনি গুজরাতের জামনগরে ভাই জাহাঙ্গির দুরানির সঙ্গেই থাকতেন। নিজের বাড়িতে এই বছরের জানুয়ারিতে পড়ে যান দুরানি। উরুর হাঁড় ভেঙে যায় তাঁর। জামনগরে তাঁর অস্ত্রোপ্রচার করা হয়। দুরানির ভাইপো তাঁর পাশে থেকে তাঁর সেবা করছেন। মৃত্যুর সময় নিজের বাড়িতেই ছিলেন তিনি।

আরও পড়ুন-পুরীতে ২কোটির জমি ‘বিশ্ববাংলা ভবন’-এর জন্য বাংলাকে উপহার ওড়িশার

তাঁর প্রয়াণে ভারতীয় ক্রিকেট মহলে শোকের ছায়া। দুরানি বলিউডের ছবিতেও অভিনয় করেছেন। তাঁর মৃত্যুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে প্রাক্তন কোচ রবি শাস্ত্রী শোকজ্ঞাপন করেছেন।

Latest article