পুরীতে ২কোটির জমি ‘বিশ্ববাংলা ভবন’-এর জন্য বাংলাকে উপহার ওড়িশার

কয়েকদিন আগে পুরীতে গিয়ে বাংলার পর্যটকদের জন্য 'হলিডে হোম' করার জন্য জমি দেখে এসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

Must read

ওড়িশার (Orissa) সঙ্গে বাংলার সম্পর্ক আজকের নয় আর সেটা আরও মজবুত করতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিলেন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক। কয়েকদিন আগে পুরীতে গিয়ে বাংলার পর্যটকদের জন্য ‘হলিডে হোম’ করার জন্য জমি দেখে এসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই জমি ওড়িশা সরকার এবার বিনামূল্যে রাজ্যের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ‘বিশ্ববাংলা ভবন’ তৈরির জন্য দু’একর জমির কোনও মূল্য ওড়িশা সরকার নেবে না বলেই জানিয়েছে।

আরও পড়ুন-অস্বাভাবিক শব্দ, রবিবার ১ ঘণ্টার বেশি সময় ধরে বিঘ্নিত মেট্রো পরিষেবা

ভবন এলাকায় নতুন টাউনশিপ তৈরি হচ্ছে। একটা এয়ারপোর্ট থাকবে। ওড়িশা সরকার জায়গাটির নাম দিয়েছে ‘নতুন পুরী’। নবীন পট্টনায়েক সরকার একপ্রকার নতুন করে সাজাচ্ছেন ওই এলাকা। ওখানে জমির দাম এখন এক কোটি টাকা প্রতি একর।

পূণ্যার্থীরা স্বর্গদ্বার থেকে মন্দিরের সিংহদুয়ার পর্যন্ত সহজেই যেতে পারেন তার জন্য রাস্তা চওড়া করা হচ্ছে। রাস্তার ধারের পুরনো বাড়ি ভাঙা হবে। তৈরি হবে উড়ালপুল।

আরও পড়ুন-ফের হিংসায় উত্তপ্ত বিহার, নালন্দায় মৃত ১, সাসারামে বিস্ফোরণে আহত ৬

রাজ্য যেখানে জমি পেয়েছে, সেই পরিবেশ খুবই মনোরম। এই ভবনে শতাধিক পূণ্যার্থীর থাকার ব্যবস্থা করা যাবে। ওড়িশা-বাংলার সম্পর্কের ইতিহাসের কথা মাথায় রেখেই এই পরিকল্পনা।

প্রসঙ্গত,দিঘায় একটি মন্দির তৈরি করছে রাজ্য সরকার। সেই মন্দিরের কাজ খতিয়ে দেখতে সোমবার দিঘা যাবেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী বছরের মধ্যে ওই মন্দির তৈরির কাজ শেষ হয়ে যাবে। উদ্বোধনে ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েককে ডাকা হতে পারে বলেই সূত্রের খবর।

Latest article