অস্বাভাবিক শব্দ, রবিবার ১ ঘণ্টার বেশি সময় ধরে বিঘ্নিত মেট্রো পরিষেবা

তিনি বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জানান। শোভাবাজার থেকে শ্যামবাজারের মধ্যে মেট্রো চলাচল বন্ধ করে দেওয়া হয়।

Must read

রবিবার হঠাৎ করেই ব্যাহত হল মেট্রো (metro railway) পরিষেবা। মোটরম্যান অস্বাভাবিক শব্দ শুনতে পান । তারপর শোভাবাজার থেকে শ্যামবাজারের মধ্যে মেট্রো চলাচল বন্ধ করে দেওয়া হয়। সকাল ১০:৪২ টা নাগাদ এই দুই স্টেশনের মধ্যে মেট্রো চলাচল বন্ধ থাকে। ইঞ্জিনিয়াররা মেট্রো লাইন খতিয়ে দেখেন। ১১:৫০ টা নাগাদ মেট্রো চলাচল শুরু হয়।

আরও পড়ুন-ফের হিংসায় উত্তপ্ত বিহার, নালন্দায় মৃত ১, সাসারামে বিস্ফোরণে আহত ৬

জানা যাচ্ছে এদিন শোভাবাজার থেকে শ্যামবাজার যাওয়ার পথে এক মোটরম্যান লাইনে অস্বাভাবিক শব্দ শুনতে পান। তিনি বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জানান। শোভাবাজার থেকে শ্যামবাজারের মধ্যে মেট্রো চলাচল বন্ধ করে দেওয়া হয়। ইঞ্জিনিয়াররা মেট্রো লাইন খতিয়ে দেখেন। এই সময়ের মধ্যে দক্ষিণেশ্বর থেকে দমদম এবং সেন্ট্রাল থেকে কবি সুভাষ পর্যন্ত মেট্রো চলাচল করে। মেট্রোর মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র এই মর্মে জানান, ওই দুই স্টেশনের মধ্যে এক ঘণ্টারও বেশি সময় ধরে মেট্রো চলাচল বন্ধ ছিল। ইঞ্জিনিয়াররা পুরো লাইন খতিয়ে দেখার পর ১১:৫০ টা নাগাদ পুনরায় মেট্রো চলাচল শুরু হয়েছে।

আরও পড়ুন-ছবি দিয়ে বিজেপির পর্দা ফাঁস করলেন বাবুল সুপ্রিয়, নিশানায় সিপিএমও

এতক্ষন মেট্রো চলাচল বন্ধ থাকায় সমস্যায় পড়েন যাত্রীরা। বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে পড়ে মেট্রো। শ্যামবাজার এবং শোভাবাজারের মধ্যে সমস্যা থাকায় কিছু যাত্রীদের মাঝপথে নেমে যেতে হয়।

Latest article