ফের হিংসায় উত্তপ্ত বিহার, নালন্দায় মৃত ১, সাসারামে বিস্ফোরণে আহত ৬

শনিবার সন্ধ্যায় দুজন পুলিশও জখম হয়েছেন। জানা গিয়েছে পটনা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়ার পথে এক নাবালকের মৃত্যু হয়েছে।

Must read

রামনবমীর শোভাযাত্রায় বিহারে (Bihar) ফের হিংসা ছড়িয়েছে। বিহারের নালন্দা জেলায় ও রোহতাস জেলার সাসারাম শহরে এর ফলে কমপক্ষে ১০ জন জখম হয়েছেন। শনিবার সন্ধ্যায় দুজন পুলিশও জখম হয়েছেন। জানা গিয়েছে পটনা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়ার পথে এক নাবালকের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন-ছবি দিয়ে বিজেপির পর্দা ফাঁস করলেন বাবুল সুপ্রিয়, নিশানায় সিপিএমও

রামনবমীর শোভাযাত্রাকে কেন্দ্র করে আগেই হিংসার ঘটনা চিন্তায় ফেলেছিল । তারপরের দিন লাহেরি থানা এলাকায় বহু মানুষ রাস্তায় বেরিয়ে পড়েন। হঠাৎ করেই প্রকাশ্য রাস্তায় গুলি চালাতে শুরু করে। চারজন জখম হয়েছে এর ফলে ।

জানা যাচ্ছে দুই সম্প্রদায়ের মধ্যে ঝামেলা হয়েছিল। দুই সম্প্রদায়ের লোকজনই পাথর ছুঁড়তে শুরু করে। গুলিও ছুঁড়তে শুরু করে। জখম হয়েছেন ১৬ বছর বয়সী গুলসান কুমার ও প্রফেসর শাকিল আহমেদ গুরুতর ।

আরও পড়ুন-‘বিজেপি নেতাদের ওপর সিবিআই-ইডি তল্লাশি কেন হবে না’ বাবুলের টুইটে বিপাকে গেরুয়া শিবির

সাসারামে বোমা বিস্ফোরণে কমপক্ষে ৬জন জখম হয়েছেন। টাউন পুলিশ স্টেশন এলাকায় শহজমা এলাকায় বোমা বিস্ফোরণ হয়। সেখানে চারজন জখম হয়েছেন। তাদের বারানসীর হাসপাতালে রেফার করা হয়েছে।

আরও পড়ুন-‘এ বার এরা বলবে চিনি না’ কয়লা মাফিয়া রাজুর বিজেপি যোগ নিয়ে টুইট বাবুলের

পুলিশ এর তরফে জানা যায় একটি ঘরের মধ্যে এই বিস্ফোরণ হয়েছিল। সেখান থেকে একটি স্কুটি উদ্ধার করা হয়েছে। ফরেনসিক টিম এলাকায় গিয়ে বেশ কিছু নমুনা সংগ্রহ করেছে। প্রাথমিক তদন্তের পর খবর, ৬জন বোম নিয়ে যাচ্ছিল। আচমকা তাতে বিস্ফোরণ হয়। এই ঘটনা একটি বেসরকারি বিল্ডিংয়ে হয়েছে।

Latest article