ইস্কন মন্দিরের মেলায় বিশৃঙ্খলা, তীব্র গরমে মৃত্যু ৩ জনের, শোকপ্রকাশ মমতা বন্দ্যোপাধ্যায়ের

পানিহাটি দই-চিঁড়ের মেলায় হঠাৎ করেই শুরু হয়ে যায় চূড়ান্ত বিশৃঙ্খলা। তীব্র গরমে মৃত্যু ৩ জনের।

Must read

পানিহাটি দই-চিঁড়ের মেলায় হঠাৎ করেই শুরু হয়ে যায় চূড়ান্ত বিশৃঙ্খলা। তীব্র গরমে মৃত্যু ৩ জনের। এর মধ্যেই অসুস্থ প্রায় ১৫ জন। তাঁদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের মধ্যে বেশ কয়েকজন গুরুতর অসুস্থ।

আরও পড়ুন-এভারেস্ট ও লোৎসে শিখর জিতে ফিরে সংবর্ধনায় ভাসলেন পিয়ালি

এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি টুইটে মমতা লিখেছেন, ‘পানিহাটির ইসকন মন্দিরে দণ্ড মহোৎসবে তাপ ও আর্দ্রতার কারণে ৩ জন বৃদ্ধ ভক্তের মৃত্যুর খবর পেয়ে মর্মাহত। পুলিশ কমিশনার এবং জেলাশাসক ঘটনাস্থলে গিয়েছেন। আহতদের সমস্ত সাহায্য করা হচ্ছে। শোকাহত পরিবারের প্রতি আমার সমবেদনা রইল।’

আরও পড়ুন-বুরা দিনের দেশে এক অন্য কিস্‌সা, লক্ষ্মীলাভের বারোমাস্যা

এই ঘটনার পরেই এলাকায় মেডিক্যাল ক্যাম্পের ব্যবস্থা করা হয়। অসুস্থ পুন্যার্থীদের চিকিৎসার ব্যবস্থা করা হয়। যুদ্ধকালীন তৎপরতায় অসুস্থ পুন্যার্থীদের সরিয়ে নিয়ে যাওয়ার কাজ শুরু হয়। এই মর্মে পানিহাটির বিধায়ক নির্মল ঘোষ জানিয়েছেন, প্রচণ্ড গরমে অসুস্থ হয়ে মৃত্যু হয়েছে তিন পুন্যার্থীর। জানা গিয়েছে, ৫০-এরও বেশি পুন্যার্থী গরমে অসুস্থ হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাঁদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক।

 

Latest article